Top
সর্বশেষ

আন্দোলনে আহতদের চোখের চিকিৎসা দেবেন সিঙ্গাপুরের চিকিৎসকরা

২৬ জানুয়ারি, ২০২৫ ৬:২১ অপরাহ্ণ
আন্দোলনে আহতদের চোখের চিকিৎসা দেবেন সিঙ্গাপুরের চিকিৎসকরা

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত গুরুতর চক্ষু রোগীদের চিকিৎসা দেবেন সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসকরা।

রোববার (২৬ জানুয়ারি) প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আন্দোলনে আহত গুরুতর চক্ষু রোগীদের সিঙ্গাপুরের ‘সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতাল’, সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টার এবং ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল অ্যান্ড আলেক্সেন্ডার হসপিটাল থেকে আসা বিশেষজ্ঞ রেটিনা, কর্নিয়া, নিউরো অফথ্যালমোলজি এবং অকুলোপ্লাস্টি সার্জন সেবা দান করবেন।

আগামী ১ ও ২ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই চিকিৎসা সেবা প্রদান করা হবে। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং ধানমন্ডির বাংলাদেশ আই হসপিটালে এই চিকিৎসা কার্যক্রম চলবে।

এম জি

শেয়ার