Top

ইবিতে শ্রেণিকক্ষের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

০১ ফেব্রুয়ারি, ২০২৫ ৩:৩০ অপরাহ্ণ
ইবিতে শ্রেণিকক্ষের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষ বরাদ্দের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি করেছে শারিরীক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। শনিবার (১লা ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় প্রশাসন ভবনের সামনে তারা এই কর্মসূচি শুরু করেন।

এর আগে গেল বছরের অক্টোবরে এক চিঠিতে শারিরীক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের জন্য অনুষদ ভবনে ১০টি কক্ষ বরাদ্দ দেওয়া হয়েছে মর্মে সংশ্লিষ্ট ডিন অফিস থেকে বিভাগীয় সভাপতিকে জানানো হয়। বরাদ্দকৃত কক্ষসমূহ হলো-৩০১,৩০২,৩৩৭,৩৩৭ (ক) ৩৩৮,৩৩৯,৩৪০,৩৪২,৩৪৩ ও ৩৪৪। উল্লেখিত কক্ষসমূহ ছাড়াও ফোকলোর স্টাডিজ বিভাগ কর্তৃক পূর্বে ব্যবহৃত কক্ষসমূহও শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের অধীনস্থ হবে বলে চিঠিতে জানানো হয়।

এদিকে আন্দোলন চলাকালে বেলা পৌনে ১টায় বিভাগের সভাপতি অধ্যাপক ড. শরফরাজ নওয়াজসহ অন্য শিক্ষকরা উপস্থিত হন। পরে তারা বিষয়টি নিয়ে সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থীরা ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করেন। এসময় শিক্ষকরা বলেন, তোমরা একটু ধৈর্য্য ধরো। আমরা বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে মিটিংয়ে বসবো, কীভাবে দ্রুত একটা সমাধান করা যায় আমরা সেই চেষ্টা করবো। এসময় তারা শিক্ষার্থীদের কোন রকম বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না করার আহ্বান জানান।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমাদের নির্দিষ্ট শ্রেণিকক্ষ না থাকায় যাযাবরের মতো ঘুরে ঘুরে ক্লাস করতে হয়। তিন মাসের বেশি সময় হয়ে গেছে কিন্তু আমাদের বরাদ্দকৃত রুম আমরা বুঝে পাইনি। আমরা কোনো ধরণের দখল দারিত্বে যেতে চাই না, আমরা চাই নিয়মতান্ত্রিকভাবে আমাদের বরাদ্দকৃত কক্ষগুলো আমাদের বুঝিয়ে দেওয়া হোক। কালকের মধ্যে কক্ষ বুঝে না পেলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

এনজে

শেয়ার