Top

আখেরি মোনাজাতে শেষ হলো ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ

০২ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:২২ পূর্বাহ্ণ
আখেরি মোনাজাতে শেষ হলো ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ
রায়হানুল ইসলাম আকন্দ, গাজীপুর প্রতিনিধি :

আল্লাহর নৈকট্য লাভে ইসলামের বাণী সর্বত্র পৌঁছে দেওয়া এবং রাসুল (স.) প্রদর্শিত তরিকা অনুযায়ী জীবন গড়ার আহ্বান জানিয়ে ধর্মপ্রাণ মুসল্লির জিকির আসকার, ইবাদত বন্দেগি, পবিত্র কোরআনের আলোকে গুরুত্বপূর্ণ বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শেষ হয়েছে ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ।

রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১১ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়ে শেষ হয় ৯টা ৩৫ মিনিটে। ২৫ মিনিটের দোয়া পরিচালনার মধ্য দিয়ে শেষ হয় তাবলিগ জামাত আয়োজিত ৫৮তম বিশ্ব ইজতেমা। আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের ইমাম ও খতিব বাংলাদেশের মাওলানা জুবায়ের।

ইজতেমা ময়দানের বিদেশি নিবাসের পূর্বপার্শ্বে বিশেষভাবে স্থাপিত মোনাজাত মঞ্চ থেকে মোনাজাত অনুষ্ঠিত হয়। বিশেষ মোনাজাতে প্রায় ২০ লাখ মুসল্লি অংশ নিয়েছেন বলে ধারণা করছেন ইজতেমার আয়োজকরা।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে যানবাহন চালাচল বন্ধ থাকায় রোববার ভোর থেকেই আখেরি মোনাজাতে অংশ নিতে মুসল্লিরা ইজতেমা ময়দানে ছুটে এসেছেন। অনেক মুসল্লি হেঁটে ইজতেমা ময়দানে গিয়ে ফজরের নামাজ আদায় করেছেন।

প্রথম পর্বের শুরায়ে নিজামের ইজতেমা আয়োজক কমিটির সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান জানান, বাদ ফজর ভারতের মাওলানা আব্দুর রহমান হেদায়েতি বয়ান করছেন। এখান থেকে যারা ৩ চিল্লার জন্য জামাতে বের হবেন, তারা জামাতে গিয়ে কী আমল করবেন এবং এখান থেকে যারা মহল্লায় ফিরে যাচ্ছেন তারা নিজ এলাকায় গিয়ে কী আমল করবে তার দিকনির্দেশনামূলক বয়ান করা হয়। তাৎক্ষণিক মাওলানা আব্দুল মতিন বয়ান বাংলায় অনুবাদ করে বুঝিয়ে দিয়েছেন। ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা নসিহতমূলক কথা বলেন। বাংলায় অনুবাদ করেন মাওলানা জুবায়ের।

বিএইচ

শেয়ার