সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশকে রক্ষা করার আহ্বান জানিয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, পাহাড়ে ও সমতলে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, কেউ যদি মনে করে যে এই দেশের এক ইঞ্চি মাটিও দখলে নেবেন, সেটা বাস্তবায়ন হবে না।
রোববার (২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে ‘বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম সমস্যা: উত্তরণে রাজনৈতিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
দুদু বলেন, সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশকে রক্ষা করতে হবে। পাহাড়ে ও সমতলে দুই জায়গাতেই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রক্তারক্তি করে কোনো সমাধান আসবে না।
সভায় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেন, দেশে বৈষম্য দূর হয়নি, বৈষম্য দিন দিন বাড়ছে। এই সরকারের আমলে কীভাবে পাঠ্যবইয়ে আদিবাসী শব্দ আসলো? এর দায় ড. ইউনূসকে নিতে হবে।
এম জি