Top
সর্বশেষ

সূচকের উত্থানে লেনদেন ৮ মাসের মধ্যে সর্বনিম্ন

২৮ মার্চ, ২০২১ ৩:৪৯ অপরাহ্ণ
সূচকের উত্থানে লেনদেন ৮ মাসের মধ্যে সর্বনিম্ন
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নাম মাত্র উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। তবে টাকার পরিমাণে কমেছে।  ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আট মাসের মধ্যে সবচেয়ে কম হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে,  ডিএসইতে ৩৮২ কোটি ৫৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা ৮ মাস ৫ দিন বা ১৬৭ কার্যদিবসের মধ্যে সবচেয়ে কম। এর আগে ২০২০ সালের ২৩ জুলাই আজকের চেয়ে কম লেনদেন হয়েছিল। ওই দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৭১ কোটি ৫৫ লাখ টাকার।

দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৪৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২১৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১ পয়েন্টবেড়ে অবস্থান করছে ২ হাজার ২২ পয়েন্টে।

দিনভরলেনদেন হওয়া ৩১৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৪ টির, দর কমেছে ৮৪ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৩২টির।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৭৮ পয়েন্টে। সিএসইতে  ২১২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।

এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮৮টির দর বেড়েছে, কমেছে ৬২টির আর ৬২টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২৮ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ার