সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এমএল ডায়িং লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৬৮৩ বারে ১৪ লাখ ৫৬ হাজার ৭৭৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৫৫ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা সামিট পাওয়ারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৮২৪ বারে ১০ লাখ ১ হাজার ৯২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৬০ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা আলহাজ্ব টেক্সটাইলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ। কোম্পানিটি ৫১৫ বারে ৪ লাখ ৮১ হাজার ২০০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৯৯ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –মীর আক্তারের ৯.৭৭ শতাংশ, তসরিফার ৯.৫০ শতাংশ, রানার আটো মোবাইল ৭.৬৬ শতাংশ, হাক্কানি পাল্পের ৬.১১ শতাংশ, ন্যাশনাল পলিমারের ৫.৯২ শতাংশ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৫.৫ শতাংশ, ও নাহি অ্যালুমিনিয়ামের ৫.১৬ শতাংশ দর বেড়েছে।
এসকেএস