ছাত্র-জনতার আন্দোলনের সময় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় তৎকালীন এ এস পি জাবেদ ইকবালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত বিষয় নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি হওয়ার কথা রয়েছে।
প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
তিনি জানান, এএসপি জাবেদ ইকবাল জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
বিএইচ