Top

আশুলিয়ায় পোশাক কারখানায় শ্রমিকের ঝুলন্ত মরদেহ

১১ ফেব্রুয়ারি, ২০২৫ ৭:০৭ অপরাহ্ণ
আশুলিয়ায় পোশাক কারখানায় শ্রমিকের ঝুলন্ত মরদেহ
সাভার প্রতিনিধি :

সাভারের আশুলিয়ায় খেজুরবাগান এলাকায় অবস্থিত একটি তৈরী পোশাক কারখানার ভিতর থেকে ঝুলন্ত অবস্থায় গোলাম মোস্তফা (৪০) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়ার খেজুরবাগান এলাকার রেডিয়েন্স ফ্যাশন লিমিটেড কারখানার ৮ম তলার ইন্সপেকশন রুমের ভেতর থেকে ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত গোলাম মোস্তফা নওগাঁ জেলার বদলগাছি থানার আরসা গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে। সে স্ত্রী ও মেয়েকে নিয়ে স্থানীয় ছাইনুদ্দির ৬ তলা বাড়ির ৩ তলায় ভাড়া থেকে রেডিয়েন্স কারখানার ফিনিশিং শাখায় কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে কাজ করতো।

পুলিশ ও শ্রমিকরা জানায়, মোস্তফা আশুলিয়ার রেডিয়েন্স পোশাক কারখানায় শ্রমিক পদে চাকরি করতেন। মোস্তফা কখন কারখানায় প্রবেশ করেছেন তা নির্দিষ্ট করে জানা যায়নি। কিভাবে তার মৃত্যু হয়েছে, তা তদন্তের দাবি জানিয়েছে ওই পোশাক কারখানার কর্মরত শ্রমিকরা।

কারখানার শ্রমিকরা জানায়, মোস্তফা ফিনিশিং বিভাগে কাজ করতেন। মঙ্গলবার সকালে কারখানার ভিতরে মোস্তফার ঝুলন্ত মরদেহ দেখতে পায় শ্রমিকরা। পরে মৃত্যুর বিষয়টি কারখানায ছড়িয়ে পড়লে অন্যান্য শ্রমিকরা একটিকে হত্যাকান্ড দাবি করে কারখানার কাজ বন্ধ করে মুল ফটকে তালা ঝুলিয়ে অ্যাসেম্বলিতে অবস্থান করছেন। শ্রমিকদের ধারনা তাকে হত্যার পর মরদেহটি ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় শ্রমিকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম সিদ্দিকী বলেন, কারখানার ভেতরে ৮ম তলায় ইন্সপেকশন কক্ষে এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গেলে উত্তেজিত শ্রমিক ও সেনাবাহীনির অবস্থানের কারণে ভিতরে ঢুকতে পারিনি। বিষয়টি সুরাহার জন্য পিবিআইকে খবর দেয়া হয়েছে। তারা এসে লাশটির সুরতহাল করলে মৃত্যুর প্রকৃত কারণ জানতে আমরা ময়ণা তদন্তের জন্য মর্গে পাঠাবো। ময়ণা তদন্ত রিপোর্ট হাতে পেলেই নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।

এম জি

শেয়ার