Top
সর্বশেষ

সচিবালয়ের সামনে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের লাঠিপেটা

১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ৩:১৮ অপরাহ্ণ
সচিবালয়ের সামনে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের লাঠিপেটা

সচিবালয়ের সামনে চাকরিতে পুনর্বহালের দাবিতে আন্দোলনরত চাকরিচ্যুত পুলিশ সদস্যদের লাঠিপেটা করেছে পুলিশ। এসময় আন্দোলনরতদের পাল্টা হামলায় আহত হয়েছেন ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম ও শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর।

বৃহস্পতিবার ( দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার আগে দুপুর ১২টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে রওনা হয় চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। সচিবালয়ের সামনে পৌঁছানোর আগে দুই জায়গায় ব্যারিকেড দিয়ে বাধা দেয় পুলিশ। তারা পুলিশের বাধা অতিক্রম করে সচিবালয়ের সামনে গিয়ে অবস্থান করেন।

এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের সচিবালয়ের সামনে থেকে সরে যেতে বলেন। কিন্তু তারা সরতে রাজি না হলে বাগ-বিতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনাস্থলে জলকামান থাকলেও পুলিশের সেটা ব্যবহার করতে দেখা যায়নি।

শাহবাগ থানার ইন্সপেক্টর অপারেশন মো. দেলোয়ার হোসেন জানান, কোনো আহতের বিষয় জানি না। তবে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। আটকের বিষয় পরে জানানো হবে।

এম জি

শেয়ার