Top
সর্বশেষ
শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে ঢাকা হজ এজেন্সি মালিকদের সাথে ইসলামী ব্যাংকের মতবিনিময় ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন পেল ৩ ব্রোকারেজ হাউজ প্রধান উপদেষ্টার সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রীর সাক্ষাৎ ‘র‍্যাব বিলুপ্তিসহ জাতিসংঘের সুপারিশগুলোর বিষয়ে আলোচনার পর সিদ্ধান্ত’ বিএনপি আনুপাতিক হারে নির্বাচনের পুরোপুরি বিরোধী: ফখরুল আর্জেন্টিনা থেকে চট্টগ্রামে এলো ৫২ হাজার টন গম জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জামায়াত লিবিয়ায় আটকে পড়া ১৪৫ বাংলাদেশি ফিরলেন দেশে আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণে ১৪তম স্থানে ঢাকা

সমাবেশ সফল করতে কোটালীপাড়া বিএনপির প্রস্তুতি মূলক সভা

১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ৫:৩৮ অপরাহ্ণ
সমাবেশ সফল করতে কোটালীপাড়া বিএনপির প্রস্তুতি মূলক সভা
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :

আগামী ২২ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি উপলক্ষে গোপালগঞ্জ জেলা সমাবেশ সফল করার লক্ষ্যে কোটালীপাড়া বিএনপির প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় ঘাঘরকান্দা অস্থায়ী কার্যালয়ে বসে কোটালীপাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজন এ প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিম উজ্জামান সেলিম, বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী।

প্রস্তুতি মূলক সভায় কোটালীপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মহিউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বাশার হাওলাদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম হাওলাদার, যুগ্ম আহবায়ক ফায়েকুজ্জামান শেখ, পৌর বিএনপির আহ্বায়ক ইউসুফ আলী দাড়িয়া, সদস্য সচিব ওয়ালিউর রহমান হাওলাদার, সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া, আমতলী ইউনিয়ন বিএনপির সভাপতি তুহিন খান, উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, ছাত্রদলের আহবায়ক লালন শেখসহ প্রমূখ বক্তব্য রাখেন।

এ সময় সভায় ১১টি ইউনিয়নের বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

এম জি

শেয়ার