আগামীকাল ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বর্ণাঢ্য আয়োজনে হতে যাচ্ছে এলামনাই এসোসিয়েশনের ‘পুনর্মিলনী অনুষ্ঠান ও ফ্যামিলি গেট টুগেদার -২০২৫’। বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ মিলনমেলার আয়োজন করা হয়েছে। এতে অংশ নেবে ইবির প্রথম ব্যাচের শিক্ষার্থী থেকে শুরু করে বর্তমান শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সদস্য সচিব মো. আবদুল হাই। হামদর্দ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ড.মো. মনজুরুল ইসলাম, সংবাদ সম্মেলনের মিডিয়া সেলের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. ইকবাল হোসাইন সহ মিলনমেলা বাস্তবায়ন কমিটির অন্যান্য সদস্যরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সকাল সাড়ে ৯ টায় প্রায় তিনহাজার প্রাক্তন শিক্ষার্থীর উপস্থিতিতে মিলনমেলার উদ্বোধন করা হবে। বিশ্ববিদ্যালয় জীবনের নানান বিষয় নিয়ে স্মৃতিচারণ করবেন আ্যলামনাই সদস্যরা। এতে বর্তমান অধ্যয়নরত শিক্ষার্থীরাও অংশগ্রহণ করতে পারবে বলে জানান তারা। এ অনুষ্ঠানে ঢাকায় অনুষ্ঠিত প্রথম এলামনাইয়ের স্মরণিকার মোড়ক উন্মোচন করা হবে।
অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের আহ্বায়ক মুহাম্মদ নাজমুল হক সাঈদীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসাইন আল-মামুন, এবং হামদর্দ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো: মনজারুল আলম।
সংবাদ সম্মেলনে জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের এলামনাইদের অন্যতম বড় সংগঠন কর্তৃক ঢাকাস্থ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে গত ২৫ অক্টোবর ২০২৪ তারিখ আয়োজিত প্রথম এলামনাই সম্মিলনী ছিল এলামনাইদের এক ঐতিহাসিক গেট টুগেদার। এ সফল মহা সম্মিলনীতে আমাদের প্রাণের ক্যাম্পাসে একটি পারিবারিক গেট টুগেদারের দাবির প্রেক্ষিতে আগামীকাল অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি ফ্যামিলি গেট টুগেদার হতে যাচ্ছে। আমরা যে যেখানেই সফলতার সাথে যা কিছু করছি এর সকল কিছুর সাথে এ বিশ্ববিদ্যালয়ের অবদান জড়িত। এ ক্যাম্পাসে আমাদের পদচারণা, সবুজ চত্বর, হলসহ সকল কিছু আমাদের হৃদয়ে প্রোথিত। এ আবেগ উচ্ছ্বাস থেকে সকলেই তাদের পরিবার নিয়ে ক্যাম্পাসে আসতে চান। দু’টি শহর থেকে বেশ দূরত্বে হওয়ায় অনেক কষ্ট সাধ্য হলেও এলামনাইদের আকাঙ্খার কথা চিন্তা করে কষ্টসাধ্য দুরুহ এ কর্মযজ্ঞের দায়িত্ব আমরা কাঁধে নিয়েছি। এ সম্মেলনে পরিবারসহ প্রায় তিন হাজার এলামনাই অংশগ্রহণ করবেন বলে আশা করছি।
বাস্তবায়ন কমিটির সদস্যরা বলেন, আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীরা। তারা বর্তমান প্রশাসনের কাজকে এগিয়ে নিতে সহযোগিতা করতে পারে এবং বিভিন্ন দাবিদাওয়া আদায়ে চাপ প্রয়োগকারী হিসেবে শিক্ষার্থীদের পক্ষে সহায়ক ভূমিকা রাখতে পারে।
সর্বোপরি দলমত নির্বিশেষে সকল প্রাক্তনকে ঐক্যের আহ্বান জানান এলামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব মো. আবদুল হাই।
এম জি