সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি কে এম হোসেন আলী, তার স্ত্রী বেগম গোলেনুর, মেয়ে ও সিরাজগঞ্জ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনা হেনার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এছাড়া রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুস সালামের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি), ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এদিন দুদকের পক্ষে উপ-পরিচালক আবু সাইদ নিষেধাজ্ঞার আবেদন করেন।
আবেদনে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। এমতাবস্থায় তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।
এম জি