Top

মানোন্নয়ন দেওয়া শিক্ষার্থীরা আবেদন করতে পারবে না চবিতে

২৯ মার্চ, ২০২১ ৪:৫০ অপরাহ্ণ
মানোন্নয়ন দেওয়া শিক্ষার্থীরা আবেদন করতে পারবে না চবিতে
বিশেষ প্রতিবেদক :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন শুরু হচ্ছে আগামী ৫ এপ্রিল থেকে। আবেদনের শেষ সময় ৩০ এপ্রিল। এতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যেসব শিক্ষার্থী মানোন্নয়ন দিয়েছেন তারা আবেদন করার সুযোগ পাবেন না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ‘সি’ ইউনিটের প্রধান এস এম সালামত উল্যা ভূঁইয়া।

সোমবার (২৯ মার্চ) এস এম সালামত উল্যা ভূঁইয়া বলেন, এবারের ভর্তি পরীক্ষায় শুধুমাত্র নিয়মিত শিক্ষার্থীরাই অংশ নিতে পারবে। অর্থাৎ, ২০১৮ সালে মাধ্যমিক ও ২০২০ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া নিয়মিত শিক্ষার্থীরাই এবারের ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবে। এর বাইরে অন্য কারো আবেদনের সুযোগ নেই।

এর আগে, গত বছর ২০১৯-২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষের (সম্মান) ভর্তি পরীক্ষায় মানোন্নয়ন দেওয়া শিক্ষার্থীদের নিয়ে নানা জটিলতার সৃষ্টি হয়। ভর্তি পরীক্ষার নীতিমালায় কিছুটা অস্পষ্টতা থাকায় আবেদনের অযোগ্য হয়েও ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হন প্রায় তিনশোর মতো শিক্ষার্থী। যদিও তারা পরে আন্দোলন ও হাইকোর্টের ধারস্থ হয়েও ভর্তির সুযোগ পান নি।

এবার করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে ক্যাম্পাসেই ভর্তি পরীক্ষার আট দিনব্যাপী সময়সূচি নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সংখ্যা বিবেচনায় তিনটি ইউনিটের পরীক্ষার জন্য দু’দিন করে সময় রাখা হয়েছে। একটি ইউনিট ও দু’টি উপ-ইউনিটের জন্য রাখা হয়েছে আরও দু’দিন।

সময়সূচি অনুযায়ী ২২ ও ২৩ জুন ‘বি’ ইউনিট, ২৪ ও ২৫ জুন ‘ডি’ ইউনিট, ২৮ ও ২৯ জুন ‘এ’ ইউনিট ও ৩০ জুন ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ১ জুলাই উপ-ইউনিট ‘বি-১’ ও ‘ডি-১’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শেয়ার