Top
সর্বশেষ

ভিপিএন ছাড়াই চলছে ফেসবুক

২৯ মার্চ, ২০২১ ৮:০০ অপরাহ্ণ
ভিপিএন ছাড়াই চলছে ফেসবুক

অবশেষে সচল হয়েছে ফেসবুক। ভিপিএন ছাড়াই এখন ফেসবুক ব্যবহার করা যাচ্ছে। সোমবার (২৯ মার্চ) সন্ধ্যার পর থেকেই স্বাভাবিকভাবেই চলছে সামাজিক যোগাযোগমাধ্যমটি।

এর আগে, ফেসবুকের তরফ থেকে শনিবারই বিবৃতি দিয়ে বলা হয়েছিল, যে বাংলাদেশে তাদের ‘একাধিক সেবা সীমিত করার’ বিষয়ে অবগত আছে তারা, ‘বিষয়টি তারা বোঝার চেষ্টা করছে’ এবং আশা করছে যে, ‘দ্রুতই তাদের পূর্ণাঙ্গ সেবা আবার সচল হবে’।

তবে এর পর দুদিন পরেও পরিস্থিতির কোন উন্নয়ন হয়নি। অনেকেই ফেসবুকে লগইন করতে পারেননি। যাদের লগইন করা আছে তারা পাচ্ছেন না কোন আপডেট। ভালভাবে কাজ করছে না মেসেঞ্জার সেবাও। এমনকি কোথাও কোথাও উচ্চগতির ইন্টারনেটের গতিও কমিয়ে রাখা হচ্ছে। এরকম অবস্থায় ক্ষতির মুখে পড়েছিলেন ফেসবুক, মেসেঞ্জার ও অনলাইন-ভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তারা।

শেয়ার