আগামী ৪ এপ্রিল দেশের তৈরি পোশাক শিল্প মালিক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ২০২১-২০২৩ সালের দ্বিবার্ষিক পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে পূর্ণ প্যানেলে প্রতিদ্বন্দিতা করছে ‘ফোরাম’। উক্ত নির্বাচনে ফোরাম জয়ী হলে পোশাক মালিকদের উন্নয়নে বিমা ও কল্যাণ তহবিল গঠণ করা হবে। পাশাপাশি বিজিএমইএ ডিরেক্টরদের ৩ মাস পর পর পারফর্মের মূল্যায়ন করা হবে। ডিরেক্টররা যাতে ২৪ ঘন্টার মধ্যে সদস্যদের অনুসন্ধানের জবাব দেয় সেই নিশ্চয়তা প্রদান করা হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক বিজিএমইএ গড়তে পুরো কার্যক্রমকে ইআরপি এর অধীনে আনা হবে।
মঙ্গলবার (৩০ মার্চ) হোটেল সোনারগাঁও-এ “বিজিএমইএ নির্বাচন উপলক্ষে ‘ফোরাম’র” ইশতেহার ও সংবাদ সম্মেলনে এ প্রতিশ্রুতি দেন পোশাকখাত সংশ্লিষ্টরা। এসময় বিজিএমইএর সভাপতি ড. রুবানা হক, ফোরাম’র প্যানেল লিডার এ বি এম সামছুদ্দিনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
ফোরাম প্যানেল ইশতেহারে নেতৃবৃন্দ বলেন, আমরা আসন্ন বিজিএমইএ নির্বাচনে বিজয়ী হলে ফিজিক্যাল, ভার্চুয়াল ও হাইব্রিড পদ্ধতিতে দুতাবাসকেন্দ্রিক রোড শো অনুষ্ঠান করা হবে৷ নিজস্ব প্রোডাকশন হাউজ স্থাপন করা হবে যার মাধ্যমে অডিও-ভিজুয়্যাল ও ইনফোগ্রাফিক তৈরি করে তাৎক্ষণিক প্রচার করা সম্ভব হবে৷ রাষ্ট্রপতি ভবন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে গার্মেন্টসসহ রপ্তানিযোগ্য অন্যান্য পণ্যের গ্যালারি তৈরি করা হবে যাতে করে ভ্রমণরত বিদেশী অংশীজন আমাদের রপ্তানিযোগ্য পণ্য সম্পর্কে ধারণা পেতে পারে৷
এসময় ফোরাম প্যানেল লিডার এ বি এম সামছুদ্দিন নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। তাদের ইশতেহারে ছিলো-
ব্যবসা পরিচালন ব্যয় কমানো ও সহজিকরণ:
ভবিষ্যৎ পরিকল্পনা ও সহজিকরণে লাইসেন্স নবায়নের ক্ষেত্রে সর্বোচ্চ ৫ বার মেয়াদে উত্তীর্ণকরণ। নগদ সহায়তার ক্ষেত্রে সিএ ফামের্র অডিট রহিতকরণ। প্যাকিং ক্রেডিটের সুদহার কমানো এবং সময়কাল বৃদ্ধি। কাষ্টম ওয়াকিং কমিটির সাথে মাসিক মিটিং-এর ভিত্তিতে জবাবদিহিতা নিশ্চিতকরা। মুলধনী যন্ত্রাংশ আমদানীতে মুসক বিভাগীয় কর্মকর্তার প্রত্যয়ণপত্র নেয়ার বিধান বাতিল করার উদ্যোগ নেয়া। কারখানা সম্প্রসারণের ক্ষেত্রে সম্প্রসারিত অংশের জন্য আমদানি শুল্ক রেয়াত। আমদানিকৃত যন্ত্রাংশ উপকরণ সংক্রান্ত অঙ্গিকারনামা অবমুক্তকরণ।
তৈরি পোশাক শিল্পের প্রতিষ্ঠানের রপ্তানিকৃত পণ্য কারানাভাইরাসের বৈশ্বিক মহামারীর কারণে ক্রেতা ফেরত পাঠালে উক্ত পণ্য সহজ শর্তে খালাস ও পুন:রপ্তানির মেয়াদ বৃদ্ধি করা হবে। ইপিজেডসহ প্রতিষ্ঠানের সাথে সাব-কন্ট্রাক্টসহ অন্যান্য কার্যক্রম অবাধে ইপিজেডের ভিতরে ও বাইরের প্রতিষ্ঠানের সাথে শর্তহীনভাবে কার্যক্রম সম্পাদনের সুযোগ দেয়া। পরিবেশবান্ধব কারখানা করতে অনেক নতুন যন্ত্রাংশকে শুল্কমুক্ত রেয়াতি হারে আমদানির তালিকা প্রদান করা হয়েছে। ১৯৮৮ সাল থেকে অমীমাংসিত নিট শিল্পের ওয়েস্টেজ ১৬ শতাংশ থেকে ৪৫ শতাংশে বৃদ্ধি করার এসআরও খুব শীঘ্রই প্রকাশিত হবে।
ক্ষুদ্র ও মাঝারি শিল্প:
ক্যাশইনসেন্টিভ ৫ শতাংশ থেকে ১০ শতাংশে উন্নীত করার চেষ্টা করা হবে। ক্ষুদ্র ও মাঝারী শিল্পের শ্রেণিমান ৫ মিলিয়ন থেকে ১০ মিলিয়নে উন্নীত করার চেষ্টা করা হবে। দেশের সকল প্রকার বিশেষায়িত শিল্পাঞ্চলে এসএলই ক্লাষ্টার করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য প্লট বরাদ্দের সুযোগ রাখার ব্যবস্থা করা হবে।
রুগ্ন শিল্প ও এক্সিট পলিসি:
রুগ্ন বা বন্ধ ১৩৩টি পোশাক কারখানাসমূহকে মূল ঋণ, আয়খাতে নীট সুদ ও মামলা খরচ সমুদয় অর্থ বহনের জন্য বাজেটে ৬৮৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য ৫০০ কোটি টাকার বিশেষ তহবিল করার প্রস্তাব করা হয়েছে বাজেটে। আমরা বিজয়ী হলে কেন্দ্রীয় ব্যাংক ও দক্ষ ব্যাংকারদের নিয়ে একটি ব্যাংকিং সাপোর্ট সেল প্রতিষ্ঠা করা হবে। পাশপাশি মালিকদের জন্য বিমা ও কল্যাণ তহবিল গঠন করা হবে।
পণ্যের দাম ও ক্রেতার জবাবদিহিতা:
ক্রেতার চুক্তিপত্র পরীক্ষা করে দেয়ার সেবা প্রদান করা হবে। চুক্তিপত্রে ইন্টেলেকচুয়েল প্রপার্টি শর্ত প্রত্যাহার করা হবে ৷ কারখানার রপ্তানিকৃত পণ্যের পেমেন্ট নিশ্চয়তার জন্য বাস্তবভিত্তিক নীতিমালা প্রণয়নে কাজ করা হবে। রপ্তানি অপ্রত্যাবাসিত মূল্য আনয়নের লক্ষ্যে বিজিএমইএ, বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাসকে সম্পৃক্ত করে একটি শক্তিশালী ও কার্যকর সেল তৈরি করা হবে। পাশাপাশি ক্রেতার জবাবদিহিতা ও মূল্যায়নের পদ্ধতি প্রবর্তন করা হচ্ছে যাতে পেশাদার সংস্থার মাধ্যমে আমাদের মৌলিক অধিকার সংরক্ষণ করা যায়।
শিল্পের নিরাপত্তা ও নিজস্ব সক্ষমতা:
আরওসসিতে শ্ৰমিক ও পরিবেশ সংক্রান্ত কার্যক্রম গ্রহণ করা হবে। আরএসসিকে সকল ধরনের অডিটর কেন্দ্রবিন্দু করা হবে । বর্তমানে র্যাপ অডিটে ২০১টি, বিএসসিই অডিটে ১৫৪টি, সেডেক্সঅডিট ৬৩টি, বেটার ওয়ার্কস অডিটে ১০টি ও ফেয়ার অয়্যার অভিটে ৮৪টি নথিপত্র তৈরি করতে হয়। আমরা বিজয়ী হলে সব সোসাল অডিটকে একীভূত করার চেষ্টা করবো। আরসি’র মাসিক রিভিউ মিটিং করা হবে এবং সকল পক্ষের জবাবদিহিতা নিশ্চিত করা হবে।
বাজার সম্প্রসারণ:
দুতাবাসগুলো আরএমজি ডেস্ক স্থাপন করে অপচয় না করে, কিভাবে বি২বি যোগাযোগ বাড়ানো যায় সেই লক্ষ্যে কাজ করা হবে। দেশের অন্যান্য সেক্টরকে সাথে নিয়ে বড় আকারে আন্তর্জাতিকভাবে সিঙ্গেল কান্ট্রি মেলা করা হবে যাতে করে আমরা বহুমূখী পণ্যের রপ্তানি বাড়াতে পারি এবং সব ধরনের ক্রেতার সমাগম ঘটাতে পারি। ব্রাজিলের তুলা দিয়ে উৎপাদিত পণ্যের রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধার বিষয়ে আলোচনা করা হবে এবং বাজার সম্প্রসারণের জন্য নির্দিষ্ট মার্কেটের তথ্য সরবরাহ করা হবে।
প্রযুক্তি সক্ষমতা:
যেসব কারখানা ডিজিটাল পেমেন্ট সিস্টেমে শ্রমিকদের বেতনভাতা প্রদান করবে তাদের কর্পোরেট কর ২ শতাংশ অতিরিক্ত হ্রাস করণের প্রস্তাব চলমান রয়েছে। কমার্শিয়ালদের জন্য ডিজিটাল আইডি প্রদান করা হবে। বন্ড ম্যানেজমেন্ট অটোমেশনর আওতায় নিয়ে আসা হবে। ইনসেন্টিভসহ বিজিএমইএ’র সকল কার্যক্রমকে ইআরপি’র অধীনে পরিচালিত করা হবে।
দক্ষতা ও উদ্ভাবন:
লোকাল সোসিং এর পরিচিতি বাড়ানোর জন্য ইনোভেশন সেন্টারকে কাজে লাগানো হবে। নতুন উদ্ভাবনকে মালিকদের পরিচয় করিয়ে দেয়ার জন্য ইনোভেশন সেন্টারকে কাজে লাগানো হবে। প্রডাক্ট ডেভেলপমেন্ট করার সুবিধার্থে একটি পেশাদার পুল অব ডিজাইন কনসালটেন্ট তৈরি করে সাহায্য করা হবে৷
শ্রমিক কল্যাণ:
লেবার আরবিট্রেশন বা বিকল্প বিরোধ নিষ্পত্তি বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হবে। মিড ম্যানেজমেন্টের দক্ষতা উন্নয়নের জন্য ‘স্টাফ কলেজ’ প্রতিষ্ঠা করার উদ্যোগ এবং এটুআই ও ন্যাশনাল স্কিল কাউন্সিলের অধীনের দক্ষতা উন্নয়নকে তরান্তি করতে প্রকল্প গ্রহণ করা হবে।
স্বচ্ছ-পরিচ্ছন্ন বিজিএমইএ:
বিজিএমইএ ডিরেক্টরদের ৩ মাস পর পর পারফর্মের মূল্যায়ন করা হবে। ডিরেক্টররা যাতে ২৪ ঘন্টার মধ্যে সদস্যদের অনুসন্ধানের জবাব দেয় সেই নিশ্চয়তা প্রদান করা হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক বিজিএমইএ গড়তে পুরো কার্যক্রমকে ইআরপি এর অধীনে আনা হবে। বিজিএমইএ’র সহযোগি প্রতিষ্ঠান হিসেবে বিইউএফটি ট্রাস্টি বোর্ডকে পুন;গঠন করা হবে। এক্ষেত্রে ৭জন সাবেক বিজিএমইএ সভাপতি, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ ও সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের প্রতিনিধি থাকবে। বৃহৎশিল্প সমূহ নিয়ে একটি ডিসকাশন গ্রুপ তৈরি করা হবে যাতে পুরো শিল্পের সার্বিক অবস্থা নিয়ে বিজিএমইএ পর্ষদ একটি সমন্বিত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে।