Top

টি-টোয়েন্টি সিরিজও জিতল নিউজিল্যান্ড

৩০ মার্চ, ২০২১ ৪:২৩ অপরাহ্ণ
টি-টোয়েন্টি সিরিজও জিতল নিউজিল্যান্ড

বল ও রানের হিসেব মেলাতে না পারায় হেরে গেল বাংলাদেশ। বৃষ্টি আইনে ২৮ রানে দ্বিতীয় ম্যাচ জিতল নিউজিল্যান্ড। সেই সঙ্গে টি-টুয়েন্টি সিরিজের ট্রফিও স্বাগতিকদের ঘরেই রইল। নেপিয়ারে বৃষ্টি কারণে ম্যাচে বেশ কঠিন টার্গেট পায় বাংলাদেশ। ১৬ ওভারে ১৭১ রান। রান তাড়ায় বেশ ভালই শুরু করেছিল বাংলাদেশ। ওপেনার নাঈম ইসলাম এবং ওয়ানডাউনে সৌম্য সরকার জয়ের আশা জাগিয়ে তোলেন। সৌম্য ২৭ বলে ৫১ রানের মার কাটারি ইনিংস খেলে ফিরেন। নাঈমের ব্যাট থেকে আসে ৩৯ রানের ইনিংস। কিন্তু রানের সঙ্গে বলের ব্যবধান অনেক বেড়ে যাওয়ায় সেই জয়ের হিসেব আর পুরো করতে পারেনি বাংলাদেশ। ক্রমশ শেষের দিকে আস্কিং রানরেট অনেক বেড়ে যাওয়ায় সেই ব্যবধান আর ঘুঁচেনি।

শেষ দুই ওভারে ম্যাচ জিততে বাংলাদেশের প্রয়োজন দাড়ায় ৪৫ রানের। নিউজিল্যান্ডের পরিকল্পিত বোলিং এবং স্কোরবোর্ডে বিশাল সংগ্রহের জবাবে বাংলাদেশের ইনিংস থেমে যায় ৭ উইকেটে ১৪২ রানে।

নেপিয়ারে টসে জিতে বাংলাদেশ বোলিং বেছে নেয়। নিউজিল্যান্ডের শুরুটা ভাল না হলেও তাদের মিডলঅর্ডার ব্যাটসম্যানরা দলকে বড় এবং নিরাপদ সংগ্রহ এনে দেন। ১৭.৫ ওভারে নিউজিল্যান্ড ১৭৩ তুললে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির কারণে নিউজিল্যান্ড আর ব্যাটিংয়ে নামতে পারেনি। বৃষ্টি আইনে ম্যাচ জয়ে বাংলাদেশের টার্গেট দাড়ায় ১৬ ওভারে ১৭১ রান।

কঠিন সেই রান তাড়ায় বাংলাদেশ ইনিংসের মাঝপথ পর্যন্ত সম্ভাবনা জাগালেও শেষে এসে ধসে পড়ে। থেমে যায় ১৪২ রানে।
সিরিজের শেষ টি-টুয়েন্টি হবে অকল্যান্ডে ১ এপ্রিল।

সংক্ষিপ্ত স্কোর: নিউজিল্যান্ড ১৭৩/৫ (১৭.৫ ওভারে)। বাংলাদেশ ১৪২/৭ (১৬ ওভারে)। ফল: বৃষ্টি আইনে নিউজিল্যান্ড ২৭ রানে জয়ী।

শেয়ার