Top
সর্বশেষ

নিরাপদে রেমিটেন্স প্রেরণে স্ট্যান্ডার্ড ব্যাংক ও রিয়া’র চুক্তি সম্পন্ন

৩০ মার্চ, ২০২১ ৪:৩৮ অপরাহ্ণ
নিরাপদে রেমিটেন্স প্রেরণে স্ট্যান্ডার্ড ব্যাংক ও রিয়া’র চুক্তি সম্পন্ন

প্রবাসী বাংলাদেশীদের কষ্টার্জিত অর্থ নিরাপদে বাংলাদেশে পাঠাতে বিশ্বের অন্যতম মানি ট্রান্সফার কোম্পানি রিয়া’র সাথে চুক্তিবদ্ধ হয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড।

সোমবার (২৯ মার্চ) এ উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল মিটিং এ স্ট্যান্ডার্ড ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ এবং যুক্তরাজ্য থেকে রিয়া মানি ট্রান্সফার এর বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর সোহেল শামসি যুক্ত হয়ে উক্ত সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় স্ট্যান্ডার্ড ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, রেমিটেন্স ডিভিশনের প্রধান রেবেকা সুলতানা এবং রিয়া মানি ট্রান্সফার, বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ একেএম নাজমুল হোসেন উক্ত মিটিং এ যুক্ত ছিলেন।

এখন থেকে ‘রিয়া’সহ ১৩টি মানি ট্রান্সফার কোম্পানির মাধ্যমে বিশ্বের যেকোনো দেশ থেকে প্রবাসীদের প্রেরিত রেমিটেন্স তাদের আপনজনেরা দেশব্যাপী স্ট্যান্ডার্ড ব্যাংকের ১৩৮টি শাখা ও ২৮টি এজেন্ট আউটলেট থেকে নির্বিঘ্নে গ্রহণ করতে পারবেন।

শেয়ার