Top

ফেসবুকে গুজব ছড়ানোর অপরাধে ২ যুবক গ্রেফতার

০১ এপ্রিল, ২০২১ ৫:৩৬ অপরাহ্ণ
ফেসবুকে গুজব ছড়ানোর অপরাধে ২ যুবক গ্রেফতার
রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের একাধিক স্থান থেকে ফেসবুকে গুজব ও উগ্রবাদী কর্মকাণ্ড পরিচালনার দায়ে দুই যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৩।

বুধবার (৩১ মার্চ) সন্ধ্যায় তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুজ্জামান। এ সময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ ও ৩টি মোবাইল জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর মধ্যপাড়া গ্রামের মৃত আবুল কাসেম মণ্ডলের ছেলে আশিক মণ্ডল (২৫) ও বহরপুর উত্তরপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে শাকিল শেখ (১৯)।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুজ্জামান বলেন, গ্রেফতারকৃত দুই যুবক মোবাইল ও কম্পিউটারের সহযোগিতায় বিভিন্ন ফেসবুক আইডি খুলে উগ্রবাদী কার্যক্রম পরিচালনার মাধ্যমে দেশের নিরাপত্তা, স্বাধীনতা, স্বার্বভৌমত্ব বিনষ্টকরণসহ সাধারণ মানুষকে দাওয়াতি পরিচালনা করে আসছিল।

এ ব্যাপারে র‌্যাব -৩ বাদী হয়ে বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করেছে বলেও তিনি জানান।

শেয়ার