Top
সর্বশেষ

আরএন স্পিনিংয়ের নিরীক্ষক ৩ বছরের জন্য নিষিদ্ধ

০৪ সেপ্টেম্বর, ২০২০ ৭:৩৪ পূর্বাহ্ণ
আরএন স্পিনিংয়ের নিরীক্ষক ৩ বছরের জন্য নিষিদ্ধ

অনিয়মের অভিযোগে আরএন স্পিনিংয়ের নিরীক্ষক আতিক খালেদ চৌধুরী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের পার্টনারকে ৩ বছরের জন্য শেয়ারবাজার সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে নিষিদ্ধ করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

কমিশন সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিমন জানান, আরএন স্পিনিং মিলসের স্থাবর সম্পত্তি ক্রয়ের জন্য ৪৫ কোটি ৪৬ লাখ ৭৮ হাজার ৮৯৯ টাকা, প্রজেক্ট বর্ধিতকরণের জন্য এমএল ডাইংকে ৫৩ কোটি ৮ লাখ ৭০ হাজার ৭৮৩ টাকা, চুং ওন এআরএস সোয়েটারকে ১৭ কোটি ৩ লাখ ১২ হাজার ৬৮০ টাকা, টোটাল স্পিনিং মিলসকে ১০ কোটি ১ লাখ ৩৬ হাজার ৯৮০ টাকা, মিসেস শিরিন ফারুককে ২০ কোটি ২৫ লাখ ৭৬ হাজার ৫২০ টাকা এবং কিম জুন সুককে ৩৯ কোটি ৭৪ লাখ ৮২ হাজার ২০০ টাকা অর্থাৎ মোট ১৮৫ কোটি ৬০ লাখ ৫৮ হাজার ৬০ টাকা ব্যাংকের মাধ্যমে প্রদান না করে নগদে প্রদান করে।

এর মাধ্যেমে কমিশনস নির্দেশনা (নং এসইসি/সিআই/আইপিও-১১০/০৯/১৯৯ ডেটেড অক্টোবর ০৫, ২০০৯)- এর পার্ট বি’র ৬ নম্বর শর্ত এবং কমিশনস নির্দেশনা (নং এসইসি/সিআই/আরআই-৭০/২০১১/৯৯৭ ডেটেড জানুয়ারি ০১, ২০১২)-এর ১৩ নম্বর শর্ত লঙ্ঘন হয়েছে।

তিনি জানান, এই আইন লঙ্ঘনের বিষয়ে আরএন স্পিনিংয়ের নিরীক্ষক আতিক খালেদ চৌধুরী উল্লেখ করেননি। এ কারণে কোম্পানিটির নিরীক্ষা কাজ করা আতিক খালেদ চৌধুরী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের পার্টনারকে শেয়ারবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে আগামী ৩ বছর নিরীক্ষা কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

শেয়ার