Top
সর্বশেষ

রাইড শেয়ারিংয়ের অনুমতি পেল ১১৫৬ মোটরসাইকেল

০৫ সেপ্টেম্বর, ২০২০ ৬:৫২ পূর্বাহ্ণ
রাইড শেয়ারিংয়ের অনুমতি পেল ১১৫৬ মোটরসাইকেল
স্বাস্থ্যবিধি মেনে ঢাকা ও আশেপাশের এলাকার ১ হাজার ১৫৬টি মোটরসাইকেলকে রাইড শেয়ারিংয়ের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে তা রাইড শেয়ারিং সেবাদানকারী সবগুলো কোম্পানিকে পাঠানো হয়েছে।

প্রাথমিক অনুমোদনপ্রাপ্ত রাইড শেয়ারিং মোটরযান এনলিস্টমেন্ট সার্টিফিকেটপ্রাপ্ত মোটরসাইকেলগুলো চলাচল করতে পারবে, ডিটিসিএ এলাকা অর্থাৎ ঢাকা মেট্রো, গাজীপুর মেট্রো, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী ও গাজীপুর জেলা এলাকায়। এখনও চট্টগ্রামসহ আরও কয়েকটি শহরের জন্য অনুমতি দেওয়া হয়নি।

উল্লেখ্য, বাংলাদেশে কভিড-১৯ মহামারী দেখা দেয়ার পর গত ২৬ মার্চ থেকে রাইড শেয়ারিং প্রতিষ্ঠানগুলোকে ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় শহরে তাদের কার্যক্রম বন্ধ রাখতে চিঠি দেয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এরপর থেকে এতদিন পর্যন্ত অনলাইনভিত্তিক এই সেবা বন্ধ ছিল।

শেয়ার