Top
সর্বশেষ

ভারতে নতুন করে শনাক্ত ৯৩ হাজার, মৃত্যু ৫১৩

০৪ এপ্রিল, ২০২১ ১২:১২ অপরাহ্ণ
ভারতে নতুন করে শনাক্ত ৯৩ হাজার, মৃত্যু ৫১৩

ভারতে নতুন করে একদিনে আরও ৯৩ হাজার ২৪৯ জন করোনা শনাক্ত হয়েছে; যা গত ১৯ সেপ্টেম্বরের ৯৩ হাজার ৩৩৭ জনের পর একদিনে সর্বোচ্চ আক্রান্ত। এর মধ্য দিয়ে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা এক কোটি ২৪ লাখ ছাড়িয়েছে।

টানা গত ২৫ দিন ধরে ভারতে মহামারি এই ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছেই। ফলে আশঙ্কা তৈরি হয়েছে, গত সেপ্টেম্বরে দেশটিতে করোনার সংক্রমণ যে চূড়ায় উঠেছিল, বর্তমানের এই সংক্রমণ পরিস্থিতি সেই সময়কার ভয়াবহতাকেও ছাড়াতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে কোভিড-১৯ আক্রান্ত আরও ৫১৩ জন মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভারতে করোনায় মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৪ হাজার ৬২৩ জনে। গত এক সপ্তাহে দেশটিতে প্রতিদিন গড়ে ৪৩৯ জন মানুষের মৃত্যু হয়েছে করোনায়।

শেয়ার