Top

জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পাননি ইমরান খান

০৪ এপ্রিল, ২০২১ ১২:৩৪ অপরাহ্ণ
জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পাননি ইমরান খান

আগামী ২২-২৩ এপ্রিল যুক্তরাষ্ট্রে অনিষ্ঠিত হচ্ছে বৈশ্বিক জলবায়ু সম্মেলনে। এ সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে আমন্ত্রণ আমন্ত্রণ দেয়া হয়নি । আমন্ত্রণ জানানো হয়েছে পাকিস্তানের প্রতিবেশী দেশ ভারত, বাংলাদেশ আর চীনকেও।

শনিবার ইমরান খান একাধিক টুইটবার্তায়ি বিস্ময় প্রকাশ করেন। তিনি লেখেন, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সম্মেলনে পাকিস্তানকে আমন্ত্রণ না জানানোয় আমি হতবাক! আমার সরকারের পরিবেশসংক্রান্ত নীতিগুলো জলবায়ু পরিবর্তন রোধে এবং ভবিষ্যৎ প্রজন্মকে পরিষ্কার ও সবুজ পাকিস্তান নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, গ্রিন পার্ক, ১০ বিলিয়ন গাছের সুনামি প্রকল্প, নদী পরিচ্ছন্ন কর্মসূচিগুলো থেকে তারা ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছি। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পাকিস্তান অন্য দেশকে সহায়তা করতে প্রস্তুত।

যুক্তরাষ্ট্রে ২২-২৩ এপ্রিল প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বে বৈশ্বিক জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে ৪০ দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে।

 

শেয়ার