Top

আইপিএলে একই ম্যাচে সেঞ্চুরি ও ৫ উইকেট নিতে চাই: সাকিব

০৫ এপ্রিল, ২০২১ ৩:৩৮ অপরাহ্ণ
আইপিএলে একই ম্যাচে সেঞ্চুরি ও ৫ উইকেট নিতে চাই: সাকিব

আইপিলের ১৪তম আসরের পর্দা উঠবে আগামী ৯ এপ্রিল। সাকিবের কলকাতা নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামবে ১১ এপ্রিল। আইপিএলের নতুন আসর শুরুর আগে অন্য যেকোনোবারের চেয়ে এবার অনেক বেশি উদ্যমী ও আত্মপ্রত্যয়ী সাকিব। কলকাতা শিবিরে যোগ দেওয়ার আগে ৭ দিনের কোয়ারেন্টাইনে ছিলেন। কোয়ারেন্টাইন শেষে ইতিমধ্যে অনুশীলনেও ফিরছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মাঠে নামার আগে সাকিব জানিয়েছেন, এবার এমন কিছু অর্জন করতে চান যা আইপিএল ইতিহাসে আগে কেউ করতে পারেনি।

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর সঙ্গে ঝটপট প্রশ্নোত্তরের ছোট্ট একটি পর্বে সাকিব জানান এই লক্ষ্য। তাকে জিজ্ঞেস করা হয়, কোন আইপিএল রেকর্ড তিনি ভাঙতে চান। সাকিবের উত্তর, সেঞ্চুরি করাও একই ম্যাচে ৫ উইকেট নেওয়া।

ক্রিকইনফোর সঙ্গে সাকিবের প্রশ্নোত্তর পর্বটি নিচে তুলে ধরা হলো-

প্রশ্ন: আইপিএলে কোন দলের বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন?
সাকিব: মুম্বাই ইন্ডিয়ানস।

প্রশ্ন: আপনাদের দলের শক্তির জায়গা কোনটি?
সাকিব: আমার মতে, তিন ডিপার্টমেন্টই ভালোভাবে সাজিয়েছি আমরা। তবে আমাদের বোলিং বিভাগ এ বছর শিরোপা জেতাতে পারে।

প্রশ্ন: এবারের আইপিএলে আপনার ব্যক্তিগত লক্ষ্য কী?
সাকিব: দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা।

প্রশ্ন: আইপিএলের কোন রেকর্ড আপনি ভাঙতে চান?
সাকিব: একই ম্যাচে সেঞ্চুরি ও পাঁচ উইকেট নিতে চাই।

প্রশ্ন: আইপিএলের গত মৌসুমের পর আপনি কোন জিনিসটা শিখেছেন?
সাকিব: আইপিএলের অংশ হিসেবে প্রতিনিয়তই অনেক কিছু শেখা যায়।

প্রশ্ন: আইপিএলের কোন ম্যাচটা আপনি বারবার দেখেন?
সাকিব: নির্দিষ্ট কোনো ম্যাচ নেই।

প্রশ্ন: আইপিএলে আপনার চোখে নিজের সেরা পারফরম্যান্স কোনটা?
সাকিব: আমার মতে, ২০১৪ মৌসুম (২২৭ রান ও ১১ উইকেট।

প্রশ্ন: বায়ো-বাবলে থাকার সবচেয়ে কঠিন জিনিস কোনটা?
সাকিব: সবচেয়ে কঠিন হলো, রুম থেকে বের হতে না পারা।

প্রশ্ন: টি-টোয়েন্টি খেলোয়াড় হিসেবে আপনার ব্যাপারে মানুষের ভুল ধারণা কোনটি?
সাকিব: মানুষ তো অনেক কিছুই বলে। তবে আমি সেসব নিয়ে ভাবি না। তাই বলতে পারছি না।

প্রশ্ন: আইপিএলে কোন বোলারকে খেলতে মুখিয়ে আছেন?
সাকিব: আমি জোফরা আর্চারকে খেলতে চাই। কিন্তু সে এখন ইনজুরিতে। তবে আরেকজন আছে, আমাদের দলের প্যাট কামিনস। তাকে নেটে খেলতে পারব।

টি-টোয়েন্টি ক্রিকেটে এখনও পর্যন্ত এক ম্যাচে সেঞ্চুরির পাশাপাশি ৪ উইকেট আছে কেবল দুই জনের। পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টিতে ২০০৬ সালে লাহোর লায়ন্সের হয়ে ইসলামাবাদ লিওপার্ডসের বিপক্ষে অপরাজিত ১০০ রান করার পর ১১ রানে ৪ উইকেট নেন তৌফিক উমর। পরে ২০১৯ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাল্টার বিপক্ষে ১০১ রান করার পর ১৫ রানে ৪ নেন চেক প্রজাতন্ত্রের সাবাউন ডাভিজি।

শেয়ার