Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

‘আন্তর্জাতিক আইএফএন অনএয়ার রোডশো’র সঞ্চালনায় স্ট্যান্ডার্ড ব্যাংকের এএমডি

০৬ এপ্রিল, ২০২১ ৪:২৬ অপরাহ্ণ
‘আন্তর্জাতিক আইএফএন অনএয়ার রোডশো’র সঞ্চালনায় স্ট্যান্ডার্ড ব্যাংকের এএমডি

রেডমানি গ্রুপ আয়োজিত ‘আন্তর্জাতিক আইএফএন অনএয়ার রোডশো-২০২১’ অনুষ্ঠানের সঞ্চালনা  করেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) তৌহিদুল আলম খান।

সোমবার (৫ এপ্রিল) অনুষ্ঠিত এবারের রোডশো’র প্রতিপাদ্য ছিল ‘সাহসী নতুন বিশ্ব: বাংলাদেশে ইসলামিক ফিন্যান্স’।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক নজরুল ইসলাম। এছাড়া এশিয়ার সামগ্রিক ইসলামিক ফিন্যান্স ও ব্যাংকিং সম্পর্কিত একটি উপস্থাপনা দেন মুডি’স ইনভেস্টরস সার্ভিসেস-এর ফিন্যানন্সিয়াল ইন্সটিটিউশনস গ্রুপের বিশ্লেষক টেংফু লি।

অনুষ্ঠানে প্যানেলিস্ট হিসেবে যুক্ত ছিলেন-

ব্লুমাউন্ট ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক ড. সালিবা স্যাসিন, বেডফোর্ড রো ক্যাপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা স্কট লেভি, দি ইসলামিক করপোরেশন ফর দি ডেভেলপমেন্ট অব দি প্রাইভেট সেক্টর (আইসিডি), ট্রেজারি’র ভারপ্রাপ্ত পরিচালক ও গ্লোবাল মার্কেটস্ অ্যান্ড ফিক্সড ইনকাম (জিএমএফআই) এর প্রধান নির্বাহী কর্মকর্তার উপদেষ্টা ইকবাল দারেদিয়া, নিউ অরলিন্স বিশ্বিবদ্যালয়ের ইকোনোমিকস্ অ্যান্ড ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. এম কবির হাসান এবং ফরম্যাব-এর কনসালটেন্ট নাটালি শুন।

শেয়ার