করোনাভাইরাস মহামারির মধ্যেই গত বছরের মার্চ মাসের চেয়ে সদ্য শেষ হওয়া মার্চে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ১২ শতাংশ। চলতি বছরের মার্চে ৩০৭ কোটি ডলারের পণ্য রফতানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৫৯ শতাংশ বেশি। ২০২০ সালের মার্চ মাসেই দেশের রপ্তানি আয়ে প্রথম করোনার ধাক্কা লাগে। ওই মাসে ২৭৩ কোটি ডলারের পণ্য রফতানি হয়।
২০২০ সালের মার্চে আগের বছর ২০১৯-এর তুলনায় রপ্তানি কমেছিল ১৮ শতাংশের বেশি৷ বিশ্লেষণ বলছে, চলতি অর্থবছরের মার্চে দেশের রফিতানি আয়ে ইতিবাচক ধারা ছিল।
মঙ্গলবার (৬ এপ্রিল) রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) রপ্তানি আয়ের সর্বশেষ তথ্য প্রকাশ করেছে। হালনাগাদ পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।
এদিকে, অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) পণ্য রপ্তানি আয়ে বাংলাদেশ আগের একই সময়ের চেয়ে সামান্য পিছিয়ে রয়েছে। এই সময়ে বাংলাদেশ পণ্য রপ্তানি করে ২ হাজার ৮৯৩ কোটি ৮৩ লাখ ৫০ হাজার ডলার আয় করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় দশমিক ১২ শতাংশ কম।
গত বছরের শুরুতে চীন থেকে সারাবিশ্বে করোনা মহামারি ছড়িয়ে পড়ার পর মার্চে তা বাংলাদেশের রপ্তানি খাতকেও আক্রান্ত করে। তখন একের পর এক ক্রয়াদেশ বাতিল হচ্ছিল; নতুন ক্রয়াদেশ বন্ধ হয়ে যাচ্ছিল। এমনকি রপ্তানির জন্য প্রস্তুতি পণ্যগুলোও জাহাজিকরণ স্থগিত করেছিল বিদেশি ক্রেতারা। এক বছর পর আবারও বাড়তে শুরু করেছে মহামারির বিস্তার ও মৃত্যুহার। মার্চে পণ্য রপ্তানির চিত্র ঘুরে দাঁড়ালেও তা দেশের মাসিক লক্ষ্য থেকে ১০ দশমিক ৭৯ শতাংশ পিছিয়ে আছে। এই মাসে ৩৪৪ কোটি ডলারের পণ্য রফতানির পরিকল্পনা ছিল। আবার নয় মাসে পণ্য রপ্তানি আয় লক্ষ্যমাত্রার চেয়ে পিছিয়ে আছে ৪ দশমিক ৪৩ শতাংশ। এ সময়ে রপ্তানির লক্ষ্য ছিল ৩ হাজার কোটি ডলার সমমূল্যের পণ্য। চলতি অর্থবছরে ৪ হাজার ১০০ কোটি ডলারের পণ্য রফতানির লক্ষ্যমাত্রা ঠিক করেছিল সরকার।
ইপিবির তথ্য বলছে, পোশাক খাতের নীটপণ্য রপ্তানির ধারাবাহিক উন্নতি রফতানি খাতের ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে। তবে প্রধান রপ্তানি পণ্য ওভেনপণ্য আগের মতোই নেতিবাচক ধারায় রয়েছে। নয় মাসে ১ হাজার ২৬৫ কোটি ডলারের নিটপণ্য রপ্তানি হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১ হাজার ১৯৫ কোটি ডলার। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৮৫ শতাংশ। ঠিক ফেব্রুয়ারি মাসেও নিট পণ্যে ৪ শতাংশ প্রবৃদ্ধি ছিল। একই সময়ে ওভেন পণ্য রফতানি হয়েছে ১ হাজার ৮৩ কোটি ডলারের, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৮৩ শতাংশ কম। পোশাক শিল্পের বাইরে পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, চামড়া ও চামড়াজাত পণ্য বেশ ইতিবাচক ভূমিকা রেখেছে। টাকার অংকে এসব পণ্য রপ্তানির আকার কম হলেও প্রবৃদ্ধিতে বেশ এগিয়ে আছে পাটপণ্য ও হোম টেক্সটাইল। মার্চ মাস শেষে ৯৫ কোটি ডলারের পাট ও পাটজাত পণ্য রফতানি করেছে বাংলাদেশ যা আগের বছর একই সময়ে ছিল ৭৭ কোটি টাকা। অর্থাৎ বার্ষিক হিসাবে ২২ শতাংশ এবং লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ প্রবৃদ্ধি রয়েছে এই খাতে।
একইভাবে হোম টেক্সটাইল পণ্য রফতানি হয়েছে ৮৪ কোটি ডলারের যা লক্ষ্যমাত্রার চেয়ে ১৯ শতাংশ বেশি। আগের অর্থবছরের একই সময়ে রপ্তানি হয়েছিল মাত্র ৫৯ কেটি ডলারের হোম টেক্সটাইল। চামড়া ও চামড়াজাত পণ্য বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি পণ্য। তবে এই সময়ের মধ্যে চামড়াজাত পণ্য খুব একটা প্রবৃদ্ধি অর্জন করতে পারেনি। এই সময়ের মধ্যে মাত্র ৬৭ কোটি ডলারের চামড়াজাত পণ্য রপ্তানির টার্গেট নিয়ে ৬৮ কোটি কোটি ডলারের পণ্য রফতানির সাফল্য পাওয়া গেছে। তবে এই অংক গত বছরের একই সময়ের চেয়ে শূন্য দশমিক ৫৩ শতাংশ কম।
এদিকে অর্থবছরের প্রথম নয় মাসে পাট ও পাটজাত পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২৩ শতাংশ। প্রথম নয় মাসে রপ্তানির লক্ষ্য ছিল ৮৬ কোটি ডলার৷ তবে একই সময়ে রপ্তানি হয়েছে ৯৫ কোটি ডলারের বেশি।