পুঁজিবাজারের তালিকাভুক্ত লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। গত মঙ্গলবার অনুষ্ঠিত কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত হয়েছে। ডিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই সূত্র মতে, কোম্পানির মূলধন বাড়াতে জিরো কূপন বন্ড ছেড়ে ৩০০ কোটি টাকা উত্তোলন করবে। এক হাজার কোটি টাকা অনুমোদিত মূলধনের কোম্পানির পরিশোধিত মূলধন ৫৩৮ কোটি ৮৯ লাখ ৯ হাজার টাকা। চূড়ান্ত অনুমোদনের জন্য প্রথমে বাংলাদেশ ব্যাংক এরপর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন করবে কোম্পানিটি।
লঙ্কাবাংলা ফাইন্যান্স সর্বশেষ ২০১৯ সালে শেয়ারহোল্ডারদের ৭ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছে। কোম্পানির ৫৩ কোটি ৮৮ লাখ ৩৮ হাজার ৬২৪টি শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৩৫ দশমিক ৫৬ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২২ দশমিক ৪৩ শতাংশ, বিদেশিদের হাতে রয়েছে ৪ দশমিক ১২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩৯ দশমিক ৮৯ শতাংশ শেয়ার।