Top
সর্বশেষ

হিজবুল্লাহর প্রতিনিধিদের সাথে রুশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

০৭ এপ্রিল, ২০২১ ১২:৩৫ অপরাহ্ণ
হিজবুল্লাহর প্রতিনিধিদের সাথে রুশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

রাশিয়ার রাজধানী মস্কোতে অফিস খুলবে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।

গত মাসে হিজবুল্লাহ একটি প্রতিনিধিদল এবং সেই সময় দু’পক্ষের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়।

গত ১৫ মার্চ রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ হিজুবল্লাহর প্রতিনিধিদলকে মস্কোয় স্বাগত জানান। হিজবুল্লাহর প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতা ও সংসদ সদস্য মোহাম্মাদ রা’দ।

রাশিয়ার অনুরোধে ওই বৈঠক অনুষ্ঠিত হয় এবং হিজবুল্লাহর সঙ্গে আগে যে বৈঠক হয়েছিল তার চেয়ে এবারের বৈঠক ভিন্ন ছিল। বিশ্লেষকরা বলছেন, এবারের বৈঠক ছিল ভিন্ন। পাশাপাশি এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে হিজবুল্লাহকে রুশ সরকার একটি স্বাধীন শক্তি হিসেবে গ্রহণ করেছে।

শেয়ার