আজ পালিত হচ্ছে ‘একটি সুন্দর এবং সুস্থ বিশ্ব গড়ার লক্ষ্যে এগিয়ে যেতে হবে’স্লোগানে বিশ্ব স্বাস্থ্য দিবস। ১৯৪৮ সাল থেকে প্রতি বছর ৭ এপ্রিল বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়। আর এ দিনেই প্রতিষ্ঠিত হয় ওয়াল্ড হেলথ অরগানাইজেশন তথা বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো- ‘বিল্ডিং এ ফেয়ারার, হেলদিয়ার ওয়ার্ল্ড’ (Building a fairer, healthier world for everyone) অর্থাৎ একটি সুন্দর এবং সুস্থ বিশ্ব গড়ার লক্ষ্যে এগিয়ে যেতে হবে। প্রাণঘাতী বৈশ্বিক মহামারি করোনার প্রাদুর্ভাবের এ সময়ে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চললেই কেবল মহামারি ও রোগ-ব্যধিমুক্ত সুন্দর ও সুস্থ বিশ্ব নিশ্চিত করা সম্ভব।
মহামারি করোনাসহ যে কোনো অসুখ-ব্যধিতে ইসলামের দিকনির্দেশনা মানায় রয়েছে সুস্থ থাকার অনন্য উপায়।
সুস্বাস্থ্য ও সুস্থতায় করণীয়
ইসলামে সুস্বাস্থ্য ও সুস্থতার মর্যাদা রক্ষয় বেশ কিছু করণীয় নির্ধারণ করে দিয়েছে ইসলাম। হাদিসে পাকে প্রিয় নবি সাল্লাল।লাহু আলাইহি ওয়া সাল্লাম দিকনির্দেশনামূলক কথাগুলো নসিহত হিসেবে তুলে ধরেছেন।
আধুনিক চিকিৎসা বিজ্ঞানও আজ এ স্লোগান দিচ্ছে- Prevention is better than cure অর্থাৎ অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মর্যাদা দেওয়া তথা রোগ প্রতিকার করা বা চিকিৎসা গ্রহণ করার চেয়ে প্রতিরোধ বা সচেতনতা অবলম্বন করা উত্তম।
– প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ মর্মে সতর্ক করেছেন যে, ‘অধিকাংশ মানুষেই দুটি নেয়ামাতের বিষয়ে অসতর্ক থাকে এবং প্রতারিত হয়। তাহলো-
১. সুস্থতা এবং
২. অবসর। (বুখারি)
– প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বলেছেন-
‘কেয়ামতের দিন বান্দাকে সর্বপ্রথম নেয়ামত সম্পর্কে যে প্রশ্নটি করা হবে তাহলো- তার সুস্থতা সম্পর্কে। তার কাছে জানতে চাওয়া হবে- আমি কি তোমাকে শারীরিক সুস্থতা দান করিনি? (তিরমিজি)
– হজরত সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ‘আমি একবার ভীষণ অসুস্থ হয়ে পড়ি। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে দেখতে এসে তার হাত মোবারক আমার বুকের ওপর রাখেন। আমি অন্তরে এর শীতলতা অনুভব করি। অতঃপর তিনি বললেন, তুমি হৃদরোগে আক্রান্ত হয়েছ। তুমি ছাকীফ গোত্রের হারেস ইবনে কালদার কাছে যাও। সে (এই রোগের) চিকিৎসা করে।’ (আবু দাউদ)
– বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বলেছেন, ‘আল্লাহ তাআলা রোগ দিয়েছেন, রোগের প্রতিষেধকও নাজিল করেছেন। প্রত্যেক রোগের চিকিৎসা রয়েছে। সুতরাং তোমরা চিকিৎসা গ্রহণ কর। তবে হারাম বস্তু দ্বারা চিকিৎসা গ্রহণ করবে না।’
-তিনি আরও বলেন, ‘হারাম বস্তুতে আল্লাহ তাআলা তোমাদের জন্য আরোগ্য বা রোগমুক্তি রাখেননি।’
সুতরাং হাদিসে দিকনির্দেশনায় প্রমাণিত যে, ইসলামের দৃষ্টিতে সুস্বাস্থ্য ও সুস্থতার দিকে নজর দেয়া যেমন জরুরি। তেমনি রোগ-ব্যাধি বা মহামারিতে আক্রান্ত হলে চিকিৎসা গ্রহণ করা শুধু বৈধই নয় বরং তা গ্রহণ করা আরও বেশি জরুরি।
শেষ কথা
মহামারি করোনাসহ রোগ-ব্যাধিমুক্ত ‘একটি সুন্দর এবং সুস্থ বিশ্ব গড়ার লক্ষ্যে এগিয়ে যেতে হবে’। মহামারির ক্ষেত্রে করণীয় ও দিকনির্দেশনাগুলো যথাযথ মেনে চলতে হবে। হাদিসের ওপর আমল করতে হবে। তবেই সম্ভব মহামারি ও রোগ-ব্যাধিমুক্ত একটি সুন্দর এবং সুস্থ বিশ্ব গড়া সম্ভব।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ইসলামের দিকনির্দেশনা মেনে চলার এবং সচেতনতামূলক ব্যবস্থা গ্রহণ করার তাওফিক দান করুন। দুনিয়ার যাবতীয় মহামারি ও রোগ-ব্যাধি থেকে সুস্থ থাকার তাওফিক দান করুন। আমিন।