Top
সর্বশেষ

১ হাজার ৪০ জন যাত্রী চট্টগ্রাম থেকে তিন ট্রেনে যাত্রা করবে

৩০ মে, ২০২০ ২:১৩ অপরাহ্ণ
১ হাজার ৪০ জন যাত্রী চট্টগ্রাম থেকে তিন ট্রেনে যাত্রা করবে

করোনার সংক্রমণ প্রতিরোধে চট্টগ্রাম থেকে তিনটি ট্রেনে যাত্রা করবেন ১ হাজার ৪০ জন যাত্রী। রোববার (৩১ মে) চট্টগ্রাম থেকে কড়া স্বাস্থ্য বিধি অনুসরণের মাধ্যমে তিনটি ট্রেনে যাত্রা করবেন ১ হাজার ৪০ জন যাত্রী।

সুবর্ণ, উদয়ন ও সোনার বাংলা এক্সপ্রেস এ তিনটি ট্রেনে ২ হাজার ৮০টি আসন থাকলেও স্বাস্থ্য নিরাপত্তার স্বার্থে নিরাপদ দূরত্ব বজায় রাখতে বিক্রি হচ্ছে অর্ধেক টিকিট। অর্থাৎ ১ হাজার ৪০ জন যাত্রী তিন ট্রেনে ভ্রমণ করবেন।

শনিবার (৩০ মে) ঢাকায় রেলভবনে এক বৈঠকে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন সারাদেশে সর্বমোট ৮টি ট্রেন চলাচল ও কাউন্টারের পরিবর্তে অনলাইনে ট্রেনের টিকেট ক্রয়ের ঘোষণা দেওয়ার পর রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনসার আলী জানান, করোনা ভাইরাস সংক্রমণ রোধে মন্ত্রণালয় হতে পর্যাপ্ত আসন সংখ্যার অর্ধেক সংখ্যক আসনের বা ৫০ শতাংশ ট্রেনের টিকিট বিক্রির নির্দেশনা দিয়েছেন।

সে হিসেবে সুবর্ণেএক্সপ্রেস ট্রেনে ৮৯৯টি সিটের যাত্রী যাবেন ৪৫০জন, উদয়নে ৫৯৬টি সিটের যাত্রী যাবেন ২৯৮ জন, আর সোনার বাংলায় ৫৮৪টি সিটের পরিবর্তে যাত্রী যাবেন ২৯২ জন।

শেয়ার