জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এমফিল গবেষক সাবিনা ইয়াসমিন-এর সেমিনার সম্পন্ন হয়েছে। বাংলা বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক ড. ইয়াহ্ইয়া মান্নান-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে পঠিত প্রবন্ধের শিরোনাম: ‘সৈয়দ শামসুল হকের উপন্যাসে মুক্তিযুদ্ধের চেতনা’। পঠিত প্রবন্ধের উপর উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক ইমন সালাউদ্দিন ও এমফিল গবেষক মীর মোহাম্মাদ মারুফ মিয়া, আবুল কালাম আজাদ ও সালেক শিবলু।
বিষয় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক প্রফেসর ড. সৌমিত্র শেখর। গবেষণা তত্ত্বাবধায়ক হিসেবে উপস্থিত ছিলেন ড. আ. ন. ম. ফজলুল হক। সেমিনারে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. আবু মো. ইকবাল রুমী শাহ্।
উক্ত সেমিনারে এমএএস, এমফিল ও পিএইচডি প্রোগ্রামের গবেষক, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ অংশগ্রহণ করেন।