Top

বৃটেনে মিয়ানমার দূতাবাসে ঢুকতে দেওয়া হচ্ছে না রাষ্ট্রদূতকে

০৮ এপ্রিল, ২০২১ ১১:৩২ পূর্বাহ্ণ
বৃটেনে মিয়ানমার দূতাবাসে ঢুকতে দেওয়া হচ্ছে না রাষ্ট্রদূতকে

যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত মিয়ানমার দূতাবাসের রাষ্ট্রদূত কিয়াও জর মিন বলেছেন, তাকে দূতাবাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বুধবার (৭ এপ্রিল) তিনি এ কথা বলেছেন বলে বৃহস্পতিবার (৮ এপ্রিল) জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে সূত্রের বরাতে বলা হয়, কিয়াও জরের ডেপুটি মিয়ানমারের সামরিক সরকারের পক্ষে লন্ডন দূতাবাসের দায়িত্ব নিয়েছেন। এ ঘটনাকে কিয়াও জর ‘লন্ডনের মধ্যে এক ধরনের অভ্যুত্থান’ বলে বর্ণনা করেন। তিনি বলেন, ‘এ ধরণের অভ্যুত্থান সংঘটিত হতে পারে না।’

ছবিতে দেখা গেছে, লন্ডনের মেফেয়ার এলাকায় মিয়ানমারের দূতাবাসের সামনে মিন দাঁড়িয়ে আছেন এবং মেট্রোপলিটন পুলিশের সঙ্গে কথা বলছেন। গত মাসে অং সান সু চির মুক্তি দাবি করেছিলেন কিয়াও জর মিন। তিনি তখন বলেছিলেন, মিয়ানমার বিভক্ত হয়ে আছে এবং গৃহযুদ্ধের ঝুঁকির মধ্যে রয়েছে। তিনি আরও বলেন, তার মন্তব্য দেশদ্রোহিতা নয়। তিনি মধ্যবর্তী অবস্থানে রয়েছেন বলে উল্লেখ করেন মিন।

শেয়ার