Top
সর্বশেষ

টিকার দ্বিতীয় ডোজ শুরু, চলছে প্রথম ডোজেরও কার্যক্রম

০৮ এপ্রিল, ২০২১ ১২:৫১ অপরাহ্ণ
টিকার দ্বিতীয় ডোজ শুরু, চলছে প্রথম ডোজেরও কার্যক্রম

করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ টিকা দেওয়া শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল ১০ টা থেকে দেওয়া হচ্ছে টিকা। ২ মাস আগে যারা প্রথম ডোজ দিয়েছিলেন, তাদের মধ্যে প্রথম দিনে ৩১ হাজার ১৬০ জন টিকা পাবেন। সেই সাথে প্রথম ডোজ দেওয়ার কার্যক্রমও চলছে।

স্বাস্থ্য অধিদফতর সূত্র থেকে জানা গেছে, দ্বিতীয় ডোজের জন্য গতকাল (বুধবার) থেকে প্রথম ডোজ নেওয়া সবার কাছে পর্যায়ক্রমে এসএমএস পাঠানো হয়েছে । যদি কেউ কোন কারণে এসএমএস না পেয়ে থাকেন, তাহলে তিনি যে তারিখে প্রথম ডোজ নিয়েছিলেন, সেই তারিখ থেকে দুই মাস পর টিকা কার্ড নিয়ে আগের কেন্দ্রে গিয়ে দ্বিতীয় ডোজ নিতে পারবেন।

স্বাস্থ্যসচিব লোকমান হোসেন মিয়া বুধবার (৭ এপ্রিল) এ প্রসঙ্গে বলেন, টিকা নিলেও আমাদের মাস্ক ব্যবহার করতে হবে। আমরা যত বেশি সচেতন হব তত বেশি সুরক্ষিত থাকতে পারব। তিনি বলেন, আমরা চেষ্টা করব ডাক্তার-নার্সসহ সব পর্যায়ের মানুষকে নিয়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলা করতে।

স্বাস্থ্য অধিদফতর সূত্র জানায়, দুই মাস আগে গত ৭ ফেব্রুয়ারি যারা টিকার প্রথম ডোজ নিয়েছেন, তাদের ডাকা হয়েছে আজ। একদিনে দ্বিতীয় ডোজ পাবেন ৩১ হাজার ১৬০ জন। গত ২৭ ও ২৮ জানুয়ারি উদ্বোধনী কার্যক্রমের আওতায় কয়েকজনকে টিকা দেওয়া হয়। তাদের অনেকে গত চার-পাঁচ দিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্য কেন্দ্র থেকে দ্বিতীয় ডোজ নিয়েছেন।

টিকা গ্রহণ নিয়ে দেশের বিভিন্ন জেলার সিভিল সার্জন কার্যালয় থেকে জনসাধারণের উদ্দেশে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া স্বাস্থ্যবিধি মানতে বাইরে গেলেই ঘরে ফেরার পর বা যেখানে সুবিধা আছে সেখানে সাবান-পানি দিয়ে ২০ সেকেন্ড ধরে হাত ধোয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সঠিক তথ্যের প্রয়োজনে ৩৩৩, ৯৯৯ অথবা ১৬২৬৩ হেল্প লাইনে ফোন করার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি কুর্মিটোলা হাসপাতালে একজন নার্সকে অক্সফোর্ডের ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে দেশে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হলেও আনুষ্ঠানিকভাবে প্রয়োগ শুরু হয় ৭ ফেব্রুয়ারি। এ কার্যক্রমের আওতায় একজন ব্যক্তিকে দুই ডোজ টিকা নিতে হবে।

শেয়ার