Top
সর্বশেষ

সিরিয়ায় আবারও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি

০৮ এপ্রিল, ২০২১ ২:০৪ অপরাহ্ণ
সিরিয়ায় আবারও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি

ইসরায়েলের সামরিক বাহিনী আবারও সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করেছে।

সিরিয়ার সামরিক বাহিনীর বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা নিয়েছে, রাজধানী দামেস্কের কাছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়।

সানা জানায়, বৃহস্পতিবার(৮ এপ্রিল) সকালের দিকে লেবাননের আকাশীমা ব্যবহার করে দখলদার ইসরায়েল এসব ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। তবে, সিরিয়ার আকাশ প্রতিরক্ষা বিভাগ বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়।

রাজধানী দামেস্ক থেকে ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার শব্দ শোনা যায় এবং সিরিয়ার গণমাধ্যমে সে ভিডিও প্রকাশ করা হয়েছে।

সিরিয়ার সামরিক সূত্র জানিয়েছে, দখলদার ইসরায়েলিদের হামলায় সিরিয়ার চারজন সেনা আহত হয়েছেন। এছাড়া, কিছু সম্পদের ক্ষয়ক্ষতি হয়।

এদিকে, লেবাননের আল-মানার টেলিভিশন জানিয়েছে, লেবানন সীমান্তের কাছে সিরিয়ার সামরিক বাহিনী ইসরায়েলের একটি যুদ্ধবিমানকে বাধা দেয়। সিরিয়া ও ইসরায়েল কার্যত যুদ্ধ পরিস্থিতির মধ্যে রয়েছে। গত কয়েক বছর ধরে ইসরায়েল প্রায় নিয়মিত সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালাচ্ছে।

শেয়ার