Top
সর্বশেষ

প্রতিযোগিতার মঞ্চে লঙ্কাকাণ্ড, মিস শ্রীলঙ্কান গ্রেফতার

০৮ এপ্রিল, ২০২১ ৭:৩০ অপরাহ্ণ
প্রতিযোগিতার মঞ্চে লঙ্কাকাণ্ড, মিস শ্রীলঙ্কান গ্রেফতার

শ্রীলঙ্কার এ বছরের ‘মিসেস শ্রীলঙ্কান’ বিজয়ী ঘোষণার মঞ্চে ঘটে গেছে এক লঙ্কা কাণ্ড। আর এই লঙ্কা কাণ্ড ঘটেছে চলতি বছরের মিসেস শ্রীলঙ্কান বিজয়ী পুষ্পিকা ডি সিলভার মাথা থেকে মুকুট ছিনিয়ে নিয়ে রানার আপের মাথায় পরিয়ে দেওয়ার ঘটনার জেরে। এ ঘটনায় পুষ্পিকা ডি সিলভা আহত হয়েছেন বলে অভিযোগ জানানোর পর সাবেক মিসেস শ্রীলঙ্কান ও মিসেস ওয়ার্ল্ড জয়ী কারোলিন জুরিকে গ্রেফতার করেছে পুলিশ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, রোববার কলম্বোতে টেলিভিশনে সম্প্রচারিত এক অনুষ্ঠানে ২০২১ সালের সুন্দরী হিসেবে মিসেস শ্রীলঙ্কান খেতাব জিতে নেন পুষ্পিকা। তাকে সুন্দরীর মুকুট পরিয়ে দেন গত বছরের বিশ্ব সুন্দরীর খেতাব জয়ী কারোলিন জুরি।

কিন্তু পরক্ষণই তিনি ডি সিলভার মাথা থেকে মুকুট ছিনিয়ে নিয়ে দাবি করেন, সিলভা এই খেতাব পেতে পারেন না। কারণ তিনি তালাকপ্রাপ্ত। ডি সিলভা জানান, তিনি স্বামীর থেকে আলাদা থাকেন। তবে তাদের বিচ্ছেদ ঘটেনি।

মিসেস শ্রীলঙ্কান খেতাব জয়ী বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পান। বিবাহিত নারীদের নিয়ে এই সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রত্যেক দেশের খেতাব জয়ী সুন্দরীরা বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেন।
কারোলিন জুরি উপস্থিত দর্শক-শ্রোতাদের উদ্দেশে বলেন, এখানে একটি নিয়ম রয়েছে যে, যাদের বিয়ের পর বিচ্ছেদ হয়েছে তারা এতে অংশ নিতে পারবেন না। যে কারণে আমি ডি সিলভার মুকুট এখন রানার আপের মাথায় পরিয়ে দিচ্ছি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এই ঘোষণা দেওয়ার পর তিনি রানার আপের মাথায় মুকুট পরিয়ে দেন। এ সময় ডি সিলভা অশ্রুশিক্ত অবস্থায় মঞ্চ ছেড়ে চলে যান। পরে এ ঘটনার জন্য আয়োজকরা পুষ্পিকার কাছে ক্ষমা চান। আয়োজকরা ‘পুষ্পিকার বিবাহবিচ্ছেদ হয়নি, তবে তারা আলাদা থাকেন’ বলে জানতে পেরে তার কাছে মুকুট ফিরিয়ে দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে ডি সিলভা বলেন, শ্রীলঙ্কায় আজ আমার মতো অনেক সিঙ্গেল মা রয়েছে; যারা ভোগান্তিতে রয়েছেন। আমার এই মুকুট সেই মায়েদের উদ্দেশে উৎসর্গ করছি; যারা তাদের সন্তানদের লালন-পালন করতে গিয়ে ভুগছেন।

ফেসবুকে দেওয়া এক পোস্টে ডি সিলভা বলেন, ওই ঘটনার পর মাথায় আঘাত পেয়ে তিনি চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েছিলেন।
তিনি বলেন, তার সঙ্গে যে ধরনের অযৌক্তিক এবং অপমানজনক আচরণ করা হয়েছে সে জন্য তিনি আইনি পদক্ষেপ নেবেন।
ওই ঘটনার পর বৃহস্পতিবার কলম্বোর পুলিশ গত বছরের মিসেস ওয়ার্ল্ড কারোলিন জুরির পাশাপাশি আরো একজন মডেলকে গ্রেফতার করেছে।

পুলিশের মুখপাত্র অজিথ রোহানা বিবিসিকে বলেন, রোববারের ঘটনায় আঘাত এবং অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে কারোলিন জুরি এবং মডেল চৌলা পদ্মেন্দ্রকে গ্রেফতার করা হয়েছে। এর আগে, মঙ্গলবার শ্রীলঙ্কার পুলিশ মিসেস শ্রীলঙ্কান প্রতিযোগিতার আয়োজক চান্দিমাল জয়াসিংহে ও কারোলিন জুরিকে জিজ্ঞাসাবাদ করে।

শেয়ার