Top
সর্বশেষ

সোমবার শ্রীলঙ্কা যাচ্ছেন টাইগাররা

১০ এপ্রিল, ২০২১ ৫:২৬ অপরাহ্ণ
সোমবার শ্রীলঙ্কা যাচ্ছেন টাইগাররা

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের টেস্ট খেলতে সোমবার (১২ এপ্রিল) দেশ ছাড়ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ওইদিন দুপুর সাড়ে ১২টায় সফরকারীদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লজিস্টিক বিভাগ শনিবার (১০ এপ্রিল) সংবাদ মাধ্যমকে এ তথ্য দিয়েছে।

এদিকে সিরিজ সামনে রেখে আজ ও আগামীকাল দ্বিতীয় দফায় করোনার ভ্যাকসিন নিচ্ছেন শ্রীলঙ্কাগামী টাইগাররা।

১২ এপ্রিল শ্রীলঙ্কা পৌঁছে তিন দিনের কোয়ারেনটাইন শেষে ১৫-১৬ এপ্রিল কোয়ারেনটাইনকালীন অনুশীলনে ঘাম ঝড়াবে অতিথিরা। ১৭-১৮ এপ্রিল অুনষ্ঠিত হবে নিজেদের মধ্যকার প্রস্তুতি ম্যাচ। এরপর ১৯ ও ২০ এপ্রিল ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে সিরিজপূর্ব অনুশীলন করবে ডমিঙ্গো শিষ্যরা।

একই ভেন্যুতে ২১-২৫ এপ্রিল গড়াবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ও ২৯ এপ্রিল-৩ মে অুনষ্ঠিত দ্বিতীয় ও শেষ টেস্ট।

লঙ্কা সফরে ২১ সদস্যের বাংলাদেশ দলে যারা আছেন: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, ইয়াসির আলী রাব্বি, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, আবু জায়েদ রাহি, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম ও মুকিদুল ইসলাম মুগ্ধ, নুরুল হাসান সোহান, শহিদুল ইসলাম এবং শুভাগত হোম।

শেয়ার