কিশোরগঞ্জের কটিয়াদীতে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার সিদ্দিকুর রহমানকে (৬৫) কুপিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের চর নোকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিদ্দিকুর রহমান ওই গ্রামের মৃত আব্দুল মন্নাফের ছেলে।
পুলিশ জানায়, সিদ্দিকুর রহমানের সাথে তার চাচাতো ভাই আবুবক্কর ও কামাল হোসেনের জমি নিয়ে বিরোধ ছিল। দীর্ঘদিন ধরে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে মামলা চলছিল।
বুধবার রাতে কটিয়াদী বাজার থেকে বাড়ি ফেরার পথে বাড়ির কাছে কামাল হোসেন ও বক্করসহ কয়েকজন তার ওপর হামলা করে। এ সময় তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। গুরুতর অবস্থায় কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোনাহর আলী ও কটিয়াদী মডেল থানার ওসি আবদুল জলিল ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।