দেশের অন্যতম ভেঞ্চার ক্যাপিটাল ও প্রাইভেট ইক্যুইটি ফান্ড ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান মসলিন ক্যাপিটাল লিমিটেড ই-দেশে ইক্যুইটি বিনিয়োগ করেছে। আজ মসলিন ক্যাপিটালের কার্যালয়ে দুটি প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি সই সহয়েছে। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন মসলিন ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মীর সাজেদ-উল- বাশার ও ই-দেশ লিমিটেডর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জায়ান মুহাম্মদ ইসয়ানি।
এ সময়ে আরও উপস্থিত ছিলের ই-দেশের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান পরিচান কর্মকর্তা আশরার হোসেন, মসলিন ক্যাপিটালের কোম্পানি সচিব মুহাম্মদ আশরাফ হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে জানানো হয়, মসলিন ক্যাপিটাল লিমিটেডের ‘মাসলিন ভিসি তহবিল- ১’ ই-দেশে বিনিয়োগ করেছে প্রতিষ্ঠানটি। যা ই-দেশের মোট শেয়ারের প্রায় ১১ শতাংশ। এর ফলে মসলিন ক্যাপিটাল ভবিষ্যতে কোম্পানির পরিচালনা এবং কৌশলগত ব্যবসায়ের বৃদ্ধির জন্য ই-দেশের সাথে কাজ করবে।
ই-দেশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিনিয়োগ তহবিল ই-দেশকে তার অবকাঠামোগত বিকাশ, পরিচালনা ব্যবস্থা, আন্তর্জাতিক নেটওয়ার্ক সম্প্রসারণ এবং গ্রাহক অধিগ্রহণে সহায়তা করবে।
অনলাইন এবং অফলাইন বাজারের জায়গাগুলোতে দ্রুত বিকশিত হওয়ার জন্য টেকনো-লজিস্টিক এবং আন্তর্জাতিক প্যাকেজ বিতরণ পরিবেশ ব্যবস্থা কার্যকর করার জন্যও ভূমিকা রাখবে।
উল্লেখ, ই-দেশ হলো-প্রিমিয়ার হোমগ্রাউন ই-কমার্স লজিস্টিকস কোম্পানি। কোম্পানিটি দেশব্যাপী ডেলিভারি ও বিদেশেও লজিস্টিক সরবরাহ করে থাকে। এছাড়া সম্প্রতি কুরিয়ার সার্ভিস চালু করেছে ই-দেশ লিমিটেড।
এ বিষয়ে মসলিন ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মীর সাজেদ-উল- বাশার বাণিজ্য প্রতিদিনকে বলেন, ই-দেশ হলো একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান। আমরা এই প্রতিষ্ঠানের সাথে কাজ করতে পেরে ভালো লাগছে। আমা করি প্রতিষ্ঠানটি এক সময় অনেক বড় হবে।