পুঁজিবাজারে তালিকাভুক্ত পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারের দাম বেড়েই চলেছে। এর কারণ জানা নেই বলে জানিয়েছে কোম্পানিটি। দর বৃদ্ধির কোনো মূল্য সংবেদনশীল তথ্যও নেই কোম্পানিটির কাছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ১১ এপ্রিল ডিএসই এ অস্বাভাবিক দর বৃদ্ধির কারণ জানতে চাইলে কোম্পানিটি জানায় কোন অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই এ দর বৃদ্ধি।
পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের বাজার পর্যবেক্ষণে দেখা যায়, গত ২১ মার্চ তাদের প্রতিটি শেয়ার মুল্য ছিল ২২ টাকা। যা ধারাবাহিকভাবে বেড়ে ১২ এপ্রিল লেনদেন শেষে দাঁড়ায় ৩৪ টাকা।
সুতরাং কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ১২ টাকা বা ৫৫ শতাংশ এ বৃদ্ধি এক মাসের কম সময়ের মধ্যে হয়েছে।