জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র সংগঠনটির ফেসবুক গ্রুপ থেকে ভার্চুয়াল চৈত্র সংক্রান্তি ও বসন্ত উৎসব উদযাপন করেছে।
মঙ্গলবার (১৩ এপ্রিল) ভার্চুয়াল চৈত্র সংক্রান্তি ও বসন্ত উৎসবে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.বজলুর রশীদ খান। সাধারণ সম্পাদক মো. সাঈদ মাহাদী সেকেন্দারের সঞ্চালনায় ভার্চুয়াল চৈত্রসংক্রান্তি ও বসন্ত উৎসবে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি মো. ফাইয়াজ হোসেন।
ভার্চুয়াল চৈত্রসংক্রান্তি ও বসন্ত উৎসবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের কর্মীদের গান, নৃত্য এবং আবৃত্তি সংগঠনটির ফেসবুক গ্রুপে স্থান পায়।চলমান কোভিড-১৯ পরিস্থিতির মধ্যে এমন আয়োজন সম্পর্কে জবিসাকের সাধারণ সম্পাদক মো. সাঈদ মাহাদী সেকেন্দার বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র দেশীয় সংস্কৃতির প্রসারে কাজ করে চলেছে। সংকটকালীন সময়ে সাংস্কৃতিক অগ্রযাত্রা থমকে না যায় সেজন্য আমাদের ভার্চুয়াল আয়োজন। অনলাইনে চৈত্র সংক্রান্তি ও বসন্ত উৎসব অনুষ্ঠানটি প্রচার হওয়ায় এটি প্রশংসা কুড়িয়েছে সাংস্কৃতিক অঙ্গনে।