Top
সর্বশেষ

নন-ক্যাডার নিয়োগের অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত

১৩ এপ্রিল, ২০২১ ৬:৩৩ অপরাহ্ণ
নন-ক্যাডার নিয়োগের অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত
ডেস্ক রিপোর্ট :

করোনার পরিস্থিতিতে নন-ক্যাডার বিভিন্ন গ্রেডের উচ্চতর বেতন স্কেলের পদের সরাসরি নিয়োগের অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (১৩ এপ্রিল) সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, নন-ক্যাডার বিভিন্ন গ্রেডের উচ্চতর বেতন স্কেলের পদের সরাসরি নিয়োগের জন্য অনলাইন রেজিস্ট্রেশন করতে গত ২৩ ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি জারি করা হয়।

উল্লেখিত বিজ্ঞপ্তিতে অনলাইনে রেজিস্ট্রেশনকারী প্রার্থীদের আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ১৮ এপ্রিল থেকে ২ মে এর মধ্যে সংশ্লিষ্ট ইউনিটসমূহের পরিচালক বরাবর ডাকযোগে বা হাতে জমা করার নির্দেশনা দেওয়া হয়েছিল।

নতুন বিজ্ঞপ্তিতে অনলাইনে রেজিস্ট্রেশনকারী প্রার্থীদের আবেদনপত্র কোভিড-১৯ এর ঊর্ধ্বমুখী সংক্রমণের পরিস্থিতিতে স্থগিত করা হলো। আবেদনপত্র জমার পরিবর্তিত তারিখ ও সময় পরবর্তী সময়ে কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে জানানো হবে।

শেয়ার