Top

মসজিদে বিস্ফোরণ : পুলিশের মামলা সিআইডিতে হস্তান্তর

১১ সেপ্টেম্বর, ২০২০ ১০:৪৮ পূর্বাহ্ণ
মসজিদে বিস্ফোরণ : পুলিশের মামলা সিআইডিতে হস্তান্তর

নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণে ব্যাপক প্রাণহানির ঘটনায় ফতুল্লা থানায় দায়ের করা পুলিশের মামলাটি অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়েছে। মামলার তদন্তের দায়িত্ব পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে সিআইডি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক বাবুল হোসেনের নেতৃত্বে সিআইডির একটি দল বিস্ফোরণ সংঘটিত হওয়া মসজিদটি পরিদর্শন করেছে। এ সময় তারা স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন।

নারায়ণগঞ্জ সিআইডির পরিদর্শক বাবুল হোসেন বলেন, এটি একটি চাঞ্চল্যকর ঘটনা। ফতুল্লা থানা পুলিশের দায়েরকৃত মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের জিজ্ঞাবাসাদ করেছি। প্রাথমিক তদন্ত শুরু করেছি। তদন্ত শেষে অপরাধী চিহ্নিত করে আইনের আওতায় আনব।

তিনি আরও বলেন, এই ঘটনার শুরু থেকেই আমরা ছায়া তদন্ত করেছি। বেশ কয়েকটি কমিটিও কিন্তু তদন্তে কাজ করছে। তদন্তে অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে।

প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর রাতে এশার নামাজের সময় বায়তুস সালাত জামে মসজিদের ভেতর ঘটে ভয়াবহ এক বিস্ফোরণ। মুহূর্তেই মৃত্যুকুপে পরিণত হয় মসজিদটি। ঘটনাস্থলে দগ্ধ হন ৪২ জন। গুরুতর দগ্ধ ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের মধ্যে ৩১ জন ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন। কেবল মামুন নামে এক পোশাক শ্রমিক বেঁচে ফেরেন। হাসপাতালে ভর্তি অন্যদের অবস্থাও সংকটাপন্ন।

শেয়ার