Top

খুলনায় করোনা আক্রান্তের সংখ্যা ৬ হাজার ছাড়ালো

১২ সেপ্টেম্বর, ২০২০ ৭:৫৯ পূর্বাহ্ণ
খুলনায় করোনা আক্রান্তের সংখ্যা ৬ হাজার ছাড়ালো

খুলনা জেলা ও মহানগরীতে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীর সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে গত ২৬ দিনে এক হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে ৫ হাজারের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৯২ জনের মৃত্যু হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় জেলা ও মহানগরীর ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৫৪ জনে।

খুলনা জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা জানান, শুক্রবার সকাল পর্যন্ত ২২ হাজার ২৩৫টি নমুনা পরীক্ষায় ৬ হাজার ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। সন্ধ্যায় নতুন করে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৫৪ জনে। এদের মধ্যে মোট ৫ হাজার ৮১ জন সুস্থ হয়েছেন। আর মৃত্যু হয়েছে ৯২ জনের।

তিনি আরও জানান, খুলনা মহানগরীতে মোট ৪ হাজার ৭৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে ৪ হাজার ২২ জন সুস্থ হয়েছেন। আর মারা গেছেন ৭০ জন। এছাড়া কয়রা উপজেলায় আক্রান্ত হয়েছেন ৭৩ জন, সুস্থ হয়েছেন ৬৪ জন, মৃত্যু ২ জনের। পাইকগাছা উপজেলায় আক্রান্ত হয়েছেন ১৪৯ জন, সুস্থ ১১১, মৃত্যু ২ জনের। ডুমুরিয়ায় উপজেলায় আক্রান্ত হয়েছেন ১৮৪ জন, সুস্থ ১৪১, মৃত্যু একজনের। ফুলতলা উপজেলায় আক্রান্ত হয়েছেন ২৩৩ জন, সুস্থ ১৯০, মৃত্যু নেই। দিঘলিয়া উপজেলায় আক্রান্ত হয়েছেন ১১৩ জন, সুস্থ ১১১, মৃত্যু একজনের।

তেরখাদা উপজেলায় আক্রান্ত হয়েছেন ৬৯ জন, সুস্থ ৫৯, মৃত্যু ২ জনের। রূপসা উপজেলায় আক্রান্ত হয়েছেন ২৫২ জন, সুস্থ ১৯৬, মৃত্যু ৯ জনের। বটিয়াঘাটা উপজেলায় আক্রান্ত হয়েছেন ৫৬ জন, সুস্থ ৪৯, মৃত্যু ৩ জনের। দাকোপ উপজেলায় আক্রান্ত হয়েছেন ১৬০ জন, সুস্থ ১৩৮, মৃত্যু ২ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজের (খুমেক) আরটি-পিসিআর ল্যাবে আরও ৩৫ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৯ জনই খুলনা জেলা ও মহানগরীর। খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খুমেকের আরটি-পিসিআর মেশিনে শুক্রবার মোট ২৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে খুলনার নমুনা ছিল ১৪০টি। এদের মধ্যে মোট ৩৫ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যার মধ্যে ১৯ জন খুলনার। এছাড়াও খুমেকের ল্যাবে বাগেরহাটের ৪ জন, সাতক্ষীরার ৯ জন, যশোরের একজন ও পিরোজপুরের ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

শেয়ার