Top

চাঁদপুর পৌরসভা নির্বাচনে ‘জেলা বিএনপির প্রার্থী চূড়ান্ত’

১২ সেপ্টেম্বর, ২০২০ ৯:৩৯ পূর্বাহ্ণ
চাঁদপুর পৌরসভা নির্বাচনে ‘জেলা বিএনপির প্রার্থী চূড়ান্ত’

চাঁদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আক্তার হোসেন মাঝিকে জেলা বিএনপি থেকে মনোনীত করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে জেলা বিএনপির বেশ কয়েকজন নেতা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে দলীয় মনোনয়ন প্রাপ্তি নিয়ে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের বাসায় শুক্রবার বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত রুদ্ধদ্বার বৈঠক হয়। কিন্তু বৈঠক শেষে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। শনিবার ১১টায় জেলা বিএনপির কার্যালয়ে মনোনীত প্রার্থীর নাম জানানোর কথা রয়েছে।

যদিও বিএনপি তথা ধানের শীষের প্রতীক কে পাচ্ছেন তা চূড়ান্ত করবে কেন্দ্রীয় বিএনপি। তবে জেলা বিএনপি নেতারা মনে করছেন, জেলা বিএনপি চূড়ান্ত করা প্রার্থীকেই মনোনয়ন দেবে কেন্দ্রীয় কমিটি।

বৈঠক শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যে জেলা বিএনপির বেশ কয়েকজন নেতা তাদের ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে চূড়ান্ত প্রার্থীর নাম জানান দেন।

চাঁদপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জিয়া সোহাগ তার ফেসবুক স্ট্যাটাসে এ বিষয়ে লিখেন, ‘চাঁদপুর পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী শ্রদ্ধেয় বড়ভাই আক্তার হোসেন মাঝি…।’

চাঁদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এইচ এম ইসমাইল পাটোয়ারী লিখেছেন, ‘সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ধানের শীষের বাহক শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের আস্থাভাজন চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি জনাব আক্তার হোসেন মাঝি ভাই।’
চাঁদপুর পৌর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রাসেল পারভেজ লিখেছেন, ‘চাঁদপুর পৌরসভা নির্বাচনে ১০ তারিখ সারাদিন ধানের শীষে ভোটদিন আক্তার মাঝির সালাম নিন ধানের শীষে ভোটদিন!!’

বৈঠক শেষে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতা জানান, আমরা আশা করছি, জেলা বিএনপির পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থীকে কেন্দ্রীয় কমিটি মনোনীত করবেন। তবে কেন্দ্রীয় কমিটি যে সিদ্ধান্ত দেবে জেলা বিএনপি সেই মোতাবেক কাজ করবে।

শেয়ার