Top
সর্বশেষ

৮ বছর আগের মামলায় হেফাজতের সহকারী মহাসচিব গ্রেপ্তার

১৫ এপ্রিল, ২০২১ ৪:৫৪ অপরাহ্ণ
৮ বছর আগের মামলায় হেফাজতের সহকারী মহাসচিব গ্রেপ্তার

হেফাজতে ইসলাম কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দিকে (৫৫) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

গতকাল বুধবার রাত ১১টায় রাজধানীর গ্রীন রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডবের ঘটনায় পুলিশের করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

মঞ্জুরুল ইসলাম আফেন্দি জমিয়তে উলামায়ে বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব, হেফাজতের ঢাকা মহানগরের সহসভাপতি এবং বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সহকারী মহাসচিবের দায়িত্বেও রয়েছেন।

গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মো. আসাদুজ্জামান বলেন, মঞ্জুরুল ইসলাম আফেন্দিকে আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

শেয়ার