Top
সর্বশেষ

সিলেট বিভাগে আরও ১০৬ জনের করোনা শনাক্ত

১২ সেপ্টেম্বর, ২০২০ ৯:৪১ পূর্বাহ্ণ
সিলেট বিভাগে আরও ১০৬ জনের করোনা শনাক্ত

সিলেটে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিভাগে আরও ১০৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ২৬ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৮০ জনের করোনা শনাক্ত হয়।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, শুক্রবার ওসমানীর ল্যাবে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে সিলেটের ১৯ জন, সুনামগঞ্জের চারজন, হবিগঞ্জের দুজন এবং মৌলভীবাজারের একজন রয়েছেন।

শুক্রবার রাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জিএম নুরুন্নবি আজাদ জুয়েল জানান, শুক্রবার শাবিপ্রবির ল্যাবে ৪৬৮ জনের নমুনা পরীক্ষা করে ৮০ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সিলেট জেলার ২২ জন, সুনামগঞ্জের ৩১ জন, হবিগঞ্জের ১১ জন ও মৌলভীবাজারের ১৬ জন রয়েছেন।

এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৮৫৩ জন। এরমধ্যে সিলেটে ৬ হাজার ৩৪৬ জন, সুনামগঞ্জে ২ হাজার ২২২, হবিগঞ্জে ১ হাজার ৬৬০ এবং মৌলভীবাজারে ১ হাজার ৬২৫ জন।

গত ১৫ এপ্রিল থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মোট ২০৩ জন মারা গেছেন। এরমধ্যে সিলেট জেলায় ১৪৭ জন, সুনামগঞ্জে ২২ জন, হবিগঞ্জে ১৪ জন এবং মৌলভীবাজারে ২০ জন।

সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছেন মোট ৮ হাজার ৮০৪ জন। এরমধ্যে সিলেটে ৪ হাজার ৫২৪ জন, সুনামগঞ্জে ১ হাজার ৮৯১ জন, হবিগঞ্জে ১ হাজার ১০৬ জন এবং মৌলভীবাজারের ১ হাজার ২৮৩ জন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৪৩ জন। এর মধ্যে সিলেটে ৯১, সুনামগঞ্জে ৮, হবিগঞ্জে ২৪ ও মৌলভীবাজারে ২০ জন।

শেয়ার