Top
সর্বশেষ

বহুজাতিক কোম্পানির মধ্যে ৬ কোম্পানির দর বেড়েছে

১৩ সেপ্টেম্বর, ২০২০ ৮:০৬ পূর্বাহ্ণ
বহুজাতিক কোম্পানির মধ্যে ৬ কোম্পানির দর বেড়েছে

সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বহুজাতিক ১২ কোম্পানির মধ্যে অর্ধেক কোম্পানির দর বেড়েছে। বাকী অর্ধেক কোম্পানির দর কমেছে। আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে গ্রামীণফোন লিমিটেডের। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭.৬ শতাংশ দর বেড়েছে। আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বশেষ ৩৪৭.৬০ টাকা দরে লেনদেন হয়।

ম্যারিকোর ১.২ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। শেয়ারটি সর্বশেষ ২ হাজার টাকা দরে লেনদেন হয়।

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো দশমিক ০.৬০ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বশেষ ১০৭৯ টাকা দরে লেনদেন হয়।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে লাফার্জহোলসিম ও লিন্ডেবিডির ০.৫ শতাংশ ও সিঙ্গারবিডির দশমিক ২ শতাংশ দর বেড়েছে।

অন্যদিকে দর কমার তালিকায় রয়েছে বাটা সু, বার্জার, গ্লাক্সোস্মিথক্লাইন, হাইডেলবার্গ সিমেন্ট, আরএকে সিরামিক ও রেকিট বেনকিজার লিমিটেড।

শেয়ার