Top
সর্বশেষ

ব্যবসায়ীদের আমানত বেড়েছে ১৭ হাজার কোটি টাকা

১৬ এপ্রিল, ২০২১ ৮:৫৩ অপরাহ্ণ
ব্যবসায়ীদের আমানত বেড়েছে ১৭ হাজার কোটি টাকা
সাখাওয়াত প্রিন্স :

করোনাভাইরাসের প্রভাব দেশের সকল খাতকে হুমকির মুখে ফেলে দিলেও ব্যাংকগুলোতে তারল্যের পরিমান বেড়েই চলছে। এরইমধ্যে এক বছরে ব্যাংকগুলোতে ব্যবসায়ী-শিল্পপতিদের আমানতের পরিমাণ বেড়েছে দ্বিগুন। গেল ২০১৯ এর তুলনায় ২০২০ সালে শিল্পপতিদের ব্যাংকে রাখা আমানতের পরিমাণ বেড়েছে ১৭ হাজার কোটি টাকার বেশি যা প্রায় ১২.৬ শতাংশ।

২০১৯ সাল জুড়ে স্বাভাবিক অর্থনৈতিক পরিস্থিতিতে অবশ্য আমানতের পরিমাণ এতটা বাড়েনি। ২০১৮ সালের তুলনায় ওই বছর (২০১৯) আমানত বেড়েছিল প্রায় ১৩ হাজার কোটি টাকা বা ১০.৪ শতাংশ।

গত বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত সিডিউল ব্যাংক স্ট্যাটিসটিকস প্রতিবেদন বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।

ব্যবসায়ী/শিল্পপতিদের আমানতের পরিমাণ বাড়ার প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা চেম্বার অব কমারস এন্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) এর সাবেক সভাপতি আবুল কাশেম খান বলেন, গেল বছর জুড়েই করোনার অনিশ্চিত পরিস্থিতিতে ব্যবসায়ীরা নতুন কোন বিনিয়োগে যেতে পারেনি, যার ফলে তাদের জমানো টাকা বেড়েছে। অন্যদিকে ২০১৯ সালে স্বাভাবিক পরিস্থিতি থাকায় বিনিয়োগ বেড়েছিল, ফলে ওই বছর আমানতের পরিমাণও অতটা বাড়েনি।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০১৯ সালে কারেন্ট একাউন্টে টাকার পরিমাণ ১৫.১৫ শতাংশ কমে গেলেও ২০২০ সালে করোনার প্রকোপে ব্যবসা-বাণিজ্যি ভাটা পড়লেও এর পরিমাণ ২২ শতাংশের বেশি বেড়েছে।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, গেল বছর ব্যবসায়ীদের আমানতের সিংহভাগই ছিল সেভিংস ও ফিক্সড ডিপোজিট হিসেবে। মোট দেড় লাখ কোটি টাকার বেশি আমানতের মধ্যে ৮৩ হাজার কোটি টাকার বেশি ছিল ফিক্সড ডিপোজিট ও সাড়ে ৩৩ হাজার কোটি টাকার বেশি সেভিংস ডিপোজিট।

সার্বিকভাবে গেল বছর ২০১৯ সালের তুলনায় ব্যাংক একাউন্ট সংখ্যা ৯২ লাখের বেশি বেড়ে ১১ কোটি ৫৮ লাখ ছাড়িয়েছে। এসব একাউন্টে আমানতের পরিমাণ ১ লাখ ৬৪ হাজার ৬৯৫ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৩ লাখ ৮০ হাজার কোটি টাকা।

বরারের মতই আমানতের দিক থেকে সবচেয়ে এগিয়ে আছে ঢাকা বিভাগ। এই বিভাগে মোট আমানতের পরিমাণ ৮ লাখ কোটি টাকার বেশি। আর সবচেয়ে পিছিয়ে থাকা ময়মনসিংহ বিভাগে আমানতের পরিমাণ মাত্র ২০ হাজার কোটি টাকা।

এ বিষয়ে ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমান বলেন, অনেকেই ধারণা করছে এক বছর পর চলমান এ পরিস্থিতি স্বাভাবিক রূপ লাভ করবে। শীল্প কারখানার মালিকরাও সেভাবেই প্রস্তুত স্বাভাবিক পরিস্থিতিতে কিভাবে বিনিয়োগ বাড়াবে।যেহেতু বাজার এবং অর্থনীতি প্রায় এক বছর মন্দা তাই ব্যবসায়ীদের বিনোয়োগ না করে ব্যাংকগুলোতে আমানত বাড়িয়ে দিয়েছে। তুলনমূলকভাবে গত বছরের তুলনায় ব্যবসায়ীরা আগের বছরে ভালো বিনিয়োগ করেছেন।এছাড়া করোনার দ্বিতীয় ঢেউ আগামী কয়েকমাসে বিভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। তবে করোনার প্রভাবটা কমে আসলে অর্থনীতি দ্রুত সচল অবস্থায় ফিরে আসবে।

শেয়ার