চট্টগ্রামে আরও ৭৫ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৭ হাজার ৯২৫ জন হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।
তিনি জানান, চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৩৪৯ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৭৫ জন; এর মধ্যে ৬২ জন নগরীর ও ১৩ জন উপজেলার বাসিন্দা।
উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ১৩ জনের মধ্যে পটিয়া ও রাউজানের ৩ জন করে, ফটিকছড়ি ও হাটহাজারীর ২ জন করে, সাতকানিয়া, রাঙ্গুনিয়া ও সীতাকুণ্ডের ১ একজন করে রয়েছেন।
চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ১৭ হাজার ৯২৫ জনের মধ্যে ১২ হাজার ৭৯২ জন নগরীর ও ৫ হাজার ১৩৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরীতে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৮০ জন; এর মধ্যে ১৯৪ জন নগরীর ও ৮৬ জন উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন জানান, রোববার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৯৬ জনের নমুনা পরীক্ষা করে নগরীর ৭ ও উপজেলার ৬ জনের করোনা মিলেছে। ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৪৮২ জনের নমুনা পরীক্ষায় নগরীর ৩ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৩৫২ জনের নমুনা পরীক্ষা করে নগরীর ২৮ ও উপজেলার ৩ জনের করোনা মিলেছে। চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়ে ১৩২ জনের নমুনা পরীক্ষা করে নগরীর ৮ ও উপজেলার ২ জনের করোনা পাওয়া গেছে। ইমপেরিয়াল হাসপাতালে ৭৬ জনের নমুনার মধ্যে নগরীর ১০ ও উপজেলার ১ জনের করোনা পাওয়া গেছে।
শেভরণে ৯৩ জনের নমুনা পরীক্ষায় নগরীর ৬ জনের করোনা মিলেছে।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৮ জনের নমুনা পরীক্ষা করে উপজেলার ১ জনের করোনা শনাক্ত হয়েছে।