Top
সর্বশেষ

“শুক্রবারের মধ্যে ১৪ লাখ ইরানিকে টিকা দেয়া হবে”

১৮ এপ্রিল, ২০২১ ২:৪৮ অপরাহ্ণ
“শুক্রবারের মধ্যে ১৪ লাখ ইরানিকে টিকা দেয়া হবে”
আন্তর্জাতিক ডেস্ক :

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, আগামী শুক্রবারের মধ্যে দেশের ১৪ লাখ মানুষকে প্রাণঘাতী করোনা ভাইরাসের টিকা দেয়া হবে। দেশের যেসব জনগোষ্ঠী করোনা আক্রান্তের উঁচুমাত্রার ঝুঁকিতে রয়েছে তাদের জন্য এই ব্যবস্থা নেয়া হচ্ছে।

তিনি বলেন, ৬৫ বছরের বেশি বয়সের লোকজনকে উচ্চ ঝুঁকির জনগোষ্ঠী হিসেবে বিবেচনা করা হয়েছে। ইরানে এই বয়সের লোকজন রয়েছে ৭০ থেকে ৮০ লাখ। তাদেরকে দ্রুত টিকার আওতায় আনা হবে বলে ঘোষণা করেন প্রেসিডেন্ট রুহানি।

তিনি বলেন, এই জনগোষ্ঠীকে টিকা দেয়ার পর উচ্চ ঝুকির দ্বিতীয় গ্রুপের দিকে নজর দেয়া হবে। টিকাদানের এই লক্ষ্য হাসিলের জন্য সরকার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, টিকা আমদানি করা হয়েছে এবং সেগুলো জনগণকে সরবরাহ করা হবে। এরপর ইনশাল্লাহ ইরানের জনগণ এই ইস্যু থেকে আরো উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। তবে টিকা আমদানির ক্ষেত্রে মার্কিন নিষেধাজ্ঞা সরকারি প্রচেষ্টায় বিঘ্ন সৃষ্টি করছে বলেও তিনি জানান।

ইরানে করোনাভাইরাসের প্রকোপে এ পর্যন্ত ৬৬ হাজার ৩২৭ জন মারা গেছে। -পার্সটুডে

শেয়ার