Top
সর্বশেষ

প্রিন্স ফিলিপের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

১৮ এপ্রিল, ২০২১ ২:৫৮ অপরাহ্ণ
প্রিন্স ফিলিপের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন
আন্তর্জাতিক ডেস্ক :

ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রয়াত প্রিন্স ফিলিপের অন্ত্যেষ্টিক্রিয়া​ সম্পন্ন হয়েছে। উইন্ডসর দুর্গের সেন্ট জর্জেস চ্যাপেলে ডিউক অব এডিনবরাকে সমাহিত করা হয়।

ব্রিটেনের স্থানীয় সময় শনিবার বিকেলে ঐ রাজকীয় অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন হয়। অন্ত্যোষ্টিক্রিয়ায় রানী এলিজাবেথ ও ডিউক অব এডিনবরার পরিবারের মাত্র ৩০ জন উপস্থিত ছিলেন। তাঁরা সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পরে ছিলেন।

ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপের কফিন বহন করা হয়েছে একটি ল্যান্ড রোভার গাড়িতে, যার নকশা প্রিন্স ফিলিপ নিজেই করেছিলেন। গত ৯ এপ্রিল প্রিন্স ফিলিপ ৯৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। -ভয়েস অব আমেরিকা

ছবিতে প্রয়াত প্রিন্স ফিলিপের অন্ত্যোষ্টিক্রিয়ার কিছু খন্ড চিত্র:

শেয়ার